বিজ্ঞাপন

শাহজালালে শরীরে লুকানো ৭ কেজি স্বর্ণ জব্দ

November 18, 2020 | 11:13 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো ৬০টি স্বর্ণেরবার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেনটিভ) মোহাম্মদ মারুফুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউজ ঢাকার প্রিভেন্টিভ টিম শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। সকাল ৮ টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ইমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে আসা যাত্রী মহব্বত আলীর কাছ থেকে স্বর্ণেরবারগুলো পাওয়া যায়।

মারুফুর রহমান আরও জানান, মহব্বত আলীর বাড়ি নারায়ণগঞ্জ। তার শরীরের বিভিন্ন স্থানে স্কসটেপ দিয়ে মোড়ানো ছিল বারগুলো। ৬০টি স্বর্ণের বারের ৬ কেজি নয়শ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

সারাবাংলা/এসজে/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন