বিজ্ঞাপন

‘কারও হুমকিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না’

December 2, 2020 | 11:47 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: কারও হুমকি-ধমকিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন পেশাজীবী নেতা ডা. বিদ্যুৎ বড়ুয়া।

বিজ্ঞাপন

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে ‘আমরা ক’জন মুজিব সেনা’ চট্টগ্রাম মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘তুরস্কজুড়ে রয়েছে তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের অগণিত ভাস্কর্য, পাকিস্তানে রয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ, বেনজীর ভূট্টোসহ অনেকের ভাস্কর্য। তারা এসব কি জানেন না? নাকি জেনেই বিরোধিতা করছেন? বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলার ঐতিহ্য, এটি আমাদের বাঁচিয়ে রাখতে হবে।’

বিজ্ঞাপন

আমরা ক’জন মুজিব সেনার ঢামেক শাখার সাবেক সভাপতি বিদ্যুৎ বড়ুয়া আরও বলেন, ‘আমরা জানি, ভাস্কর্যের বিরোধিতা ষড়যন্ত্রের একটা অংশ। ষড়যন্ত্র, হুমকি-ধামকি এগুলোকে শেখ হাসিনা ভয় পান না। একমাত্র আল্লাহকে ভয় করেন এবং আর কাউকে নয়।’

‘মামুনুলরা বিএনপি-জামায়াত-শিবিরের এজেন্ট। তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে,’— বলেন বিদ্যুৎ বড়ুয়া।

সংগঠনের সভাপতি সরফরাজ নেওয়াজ বিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য তারেক ইমতিয়াজ ইমতু, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের ভিপি আবু তাহের, ইসলামিয়া কলেজ ছাত্রসংসদের ভিপি মোহাম্মদ ইউনুচ, আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্বাস রানা।ৎ

বিজ্ঞাপন

আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মিঠু কুমার শীল, স্বেচ্ছাসেবক লীগ রেয়াজউদ্দিন বাজার ইউনিট শাখার সাধারণ সম্পাদক এস এম জাবেদ হোসেন, মোহাম্মদ খোরশেদ আলম, অ্যাডভোকেট শান্তনু চৌধুরী, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য মো. শাহজাহান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মোরশেদ আলম, সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি সুমন, সদস্য মো. রফিকুল ইসলাম রুবেল, নুরুল আবছার, স্টেশন রোড ইউনিট ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির, ফজলে আকবর তানভীর, সংগঠনের চান্দগাঁও শাখার আহ্বায়ক নূরউদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম রহমান, সংগঠনের কোতোয়ালী থানা শাখার প্রতিনিধি ইমরান শুভ, ডবলমুরিং থানা শাখার প্রতিনিধি ওয়াহিদুর রহমান প্রাইম, বায়েজিদ থানা শাখার প্রতিনিধি সৌমেন ঘোষ, অন্তু দাশ, সদরঘাট থানা প্রতিনিধি গিয়াসউদ্দিন আহম্মদ জোনায়েদ, চকবাজার থানা শাখার প্রতিনিধি আরিফুর রহমান।

সারাবাংলা/আরডি/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন