বিজ্ঞাপন

‘তথ্য নিরাপত্তার হুমকিতে দেশের ১৬ কোটি গ্রাহক’

January 28, 2021 | 8:58 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের ১৬ কোটি মোবাইল গ্রাহকের তথ্য নিরাপত্তার হুমকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আন্তর্জাতিক তথ্য সুরক্ষা দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘প্রত্যেক গ্রাহক ও নাগরিকের তার ডাটা সংরক্ষণ ও নিরাপত্তার অধিকার একটি সাংবিধানিক ও আইনগত অধিকার। প্রযুক্তির উন্নয়ন ও উৎকর্ষ সাধনের সঙ্গে সঙ্গে নাগরিকদের ডাটা সংরক্ষণ অনেকটাই হুমকিতে পড়ছে। সাইবার শিকারিরা এখন আগের চেয়ে অনেক বেশি তৎপর। দেশে আমরা প্রায়ই একটা জিনিস দেখি তা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা টেলিভিশনে গ্রাহকের (অপরাধী/গ্রাহক) ফোনালাপ প্রকাশিত হয়। ওই অপরাধীর ডাটা সংরক্ষণের আইনগত সাংবিধানিক অধিকার ছিল। কিন্তু তার অধিকার কতটুকু রক্ষা করা গিয়েছে তা অবশ্যই প্রশ্নবিদ্ধ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৪৩ (খ) নম্বর অনুচ্ছেদে প্রাইভেসি রাইটস বা ব্যক্তির তথ্য সুরক্ষা ও গোপনীয়তা মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন এর ২৬ ধারায় অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত তথ্য প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা অনুযায়ী (অনুচ্ছেদ-১২) নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ে আন্তর্জাতিক সনদ (অনুচ্ছেদ-১৭) জাতিসংঘের কনভেনশন অনুযায়ী মাইগ্রেশন ওয়াকার্স (অনুচ্ছেদ-১৪) এবং বিশ্ব অধিকার সনদ (অনুচ্ছেদ-১৬) এ প্রাইভেসিকে অধিকার সংজ্ঞায়িত করা হয়েছে। কিন্তু আমাদের দেশে আলাদাভাবে এখনো কোনো আইন প্রণয়ন করা হয়নি। এর খেসারত দিতে হচ্ছে গ্রাহককে।’

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সম্প্রতি আমরা দেখেছি, দেশের শীর্ষস্থানীয় একটি মোবাইল অপারেটর মাত্র দুই হাজার টাকার বিনিময়ে গ্রাহকদের তথ্য বিক্রি করে দিয়েছে। এমনকি দুঃখের বিষয়, পুলিশ নিজে বাদী হয়ে মামলাও দায়ের করেছেন। আজ রাষ্ট্র ও রাষ্ট্রের নাগরিকদের তথ্য কতটুকু নিরাপদ তা অবশ্যই প্রশ্ন রাখে। আমরা চাই, দ্রুত তথ্য নিরাপত্তা অধিকার রক্ষায় আইন প্রণয়ন করা হোক। এর মাধ্যমে নাগরিকের তথ্য অধিকার সংরক্ষণ করা যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন