বিজ্ঞাপন

কর্নওয়ালে বিধ্বস্ত বিসিবি একাদশ

January 30, 2021 | 2:05 pm

স্পোর্টস ডেস্ক

প্রথম দিনটা যদি টাইগার তরুণ লেগস্পিনার রিশাদের হয় তবে দ্বিতীয় দিনটি রাকিম কর্নওয়ালের। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে একাই ধসিয়ে দিয়েছেন টাইগার একাদশকে। নামের পাশে জ্বল জ্বল করছে পাঁচ পাঁচটি টাইগার উইকেট। আর তার ঘুর্ণিতেই বিসিবি একাদশ মাত্র ১৬০ রানে অলআউট।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ২৯ জানুয়ারি চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম দিনে বিসিবি একাদশের স্পিনার রিশাদ ও পেসার খালেদের তোপে গুড়িয়ে যায় উইন্ডিজ। আর দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বিসিবি একাদশ। তবে মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ আগে দ্রুতই তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে। আর তাতেই ৩৪ ওভারে ৪ উইকেটে ১১৫ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় বিসিবি একাদশ।

তবে টাইগারদের ওপর কর্ণওয়ালের ঝড় শুরু হয় ঠিক মধ্যাহ্ন বিরতির পরে। একে একে তুলে নেন আকবর আলী, মাহমুদল হাসান জয় ও খালেদ আহমেদকে। এর আগে সাদমান ইসলাম ও ইয়াসির আলীর উইকেটও যায় কর্নওয়ালের পকেটে। ৪৭ রানে ৫ উইকেট নিয়েছেন কার্নিওয়াল আর ৩ উইকেটে নিয়েছেন জোমেল।

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন নাঈম শেখ, ৩০ রান করেছেন সোহান আর ২২ রান করেছেন সাদমান ইসলাম। ৯৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে সফরকারীরা। আর এরপর দলের স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই ফেরেন ইয়াসির আলী (১)। নাঈম ও ইয়াসির আলীর উইকেট দুট নেন রাকিন কর্ণওয়াল আর সাদমানের উইকেট তুলে নেন আলজারি জোসেপ।

বিজ্ঞাপন

শেষ দিকে কেবল নুরুল হাসান সোহান ৩০ ও শাহাদাত হোসেনের ১৩ ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। তাতেই টাইগারদের সংগ্রহ ১৬০। উইন্ডিজ লিড নেয় ৯৭ রানের।

এর আগে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের ৮৫, জন ক্যাম্পেবেলের ৪৪ ও কাইল মায়ার্সের ৪০ রানের সুবাদে সবকটি উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে ৫টি উইকেট নিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন ও ৩টি উইকেট নিয়েছেন পেসার খালেদ আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন