বিজ্ঞাপন

মিয়ানমারে অভ্যুত্থান, জাতিসংঘের নিন্দা প্রস্তাবে চীনের ভেটো

February 3, 2021 | 11:48 am

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতি আটকে দিয়েছে চীন। খবর বিবিসি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জানুয়ারি) এ বিষয়ে নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে চীনের বিরোধীতার কারণে ওই যৌথ বিবৃতি দেওয়া সম্ভব হয়নি।

এই যৌথ বিবৃতির জন্য চীনের সমর্থনের দরকার ছিল। কারণ, নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য হিসেবে চীনের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

এর আগে গত নভেম্বরে অনুষ্ঠিত মিয়ানমারের জাতীয় নির্বাচনের ফলাফলকে অস্বীকার করে এই সামরিক অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছিল দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শরনার।

বিজ্ঞাপন

তিনি বলেছিলেন, এটা পরিস্কার সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চির দল দেশব্যাপী ব্যাপক ভোটে বিজয় অর্জন করে।

প্রসঙ্গত, গত সোমবার মিয়ানমারের রাজনৈতি নেতা অং সান সু চি এবং কয়েকশো আইনপ্রনেতাকে গ্রেফতার করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। পরে সামরিক নেতারা একটি সর্বোচ্চ কাউন্সিল গঠন করেছেন, যা মন্ত্রী পরিষদের উপরে অবস্থান করবে।

এদিকে সামরিক অভ্যুত্থানের পর দেশটির বৃহত্তর শহর ইয়াঙ্গুনে প্রতিরোধ ও নাগরিকদের আইন লঙ্ঘন করার প্রবণতা দেখা গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন