বিজ্ঞাপন

২ সপ্তাহের রিমান্ডে সু চি

February 3, 2021 | 5:18 pm

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের সেনা অভ্যুত্থানে আটক দেশটির স্টেট কাউন্সিলর এবং নির্বাচনে বিজয়ী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চির বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করে দুই সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে। মিয়ানমার পুলিশের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

বিবিসি জানাচ্ছে, সু চির বিরুদ্ধে আমদানি-রফতানি নীতিমালা ভঙ্গ এবং বেআইনি ওয়াকিটকি ব্যবহারের অভিযোগে মামলা করা হয়েছে।

তবে, এখন তিনি ঠিক কোথায় রয়েছেন? সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পায়নি বিবিসি। সংবাদদাতারা মনে করছেন, রাজধানী নেইপিডোর নিজ বাড়িতেই হয়তো সু চিকে আটক করে রাখা হয়েছে।

অন্যদিকে, মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে করোনা সংক্রমণ ঠেকাতে আরোপিত বিধিমালা ভঙ্গের অভিযোগে দুই সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সেনা অভ্যুত্থানের পর থেকেই সু চি কিংবা উইন মিন্ট কেউই সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে পারেননি। এমনকি তাদের অবস্থানের ব্যাপারেও সংবাদ মাধ্যমগুলোকে কোনো তথ্য দেওয়া হচ্ছে না বলে বিবিসি জানিয়েছে।

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন