বিজ্ঞাপন

ঢাকার মশা রুখবে গাপ্পি মাছ

March 20, 2018 | 2:44 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পো‌রেশ‌ন এলাকায় মশা নিধনের জন্য নালা-নর্দমা-ড্রেনে ১০ হাজার গাপ্পি মাছ ছেড়েছেন মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার পুরান ঢাকার আলাউদ্দিন রোডে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৯৮ তম জন্মবা‌র্ষিকী উপলক্ষে নেওয়া স্বচ্ছ ঢাকা কর্মসূচির অংশ হিসেবে এ মাছ উন্মুক্ত করা হয়।

সাঈদ খোকন ব‌লেন, ‘স্বচ্ছ ঢাকা কর্মসূচির আওতায় প‌রিচ্ছন্ন নগ‌রীর পাশাপা‌শি জনস্বাস্থ্য নি‌শ্চি‌তে মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপাতত মাছ ছাড়া হয়েছে যদি ইতিবাচক ফলাফল দেখি তাহলে সকল অঞ্চলে এ কার্যক্রম পরিচালনা করা হবে।’

বিজ্ঞাপন

মশা নিধনে বাবা মেয়র হানিফের কর্মসূচি উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘ঢাকার প্রথম মেয়র মো. হা‌নিফ দা‌য়ি‌ত্বে থাকাকা‌লীন মাছ ছাড়া কর্মসূচি হা‌তে নি‌য়ে‌ছি‌লেন। তখন কিউলেক্স মশা নিয়‌ন্ত্রিত হ‌য়ে‌ছিল। কারণ কিউলেক্স মশা নালা-নর্দমা-‌ড্রে‌নে বংশবিস্তার ক‌রে। তাই আবারও এ কার্যক্রম হা‌তে নেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে গা‌প্পি মা‌ছে চিকুনগু‌নিয়ার বাহক এ‌ডিস মশা নিধন হবে না। কারণ এ‌ডিস মশা বাসা-বাড়িতে জমে থাকা স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই বাসা-বাড়িতে জমে থাকা পানি ফেলে দিতে হবে।’

মেয়র ব‌লেন, ‘সোমবার আমাদের একটি মতবিনিময় সভা হয়েছে। সভায় আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে। আমরা সচেতনামূলক গণবিজ্ঞপ্তি চালু করেছি। এক লাখ ৬০ হাজার বাড়ির মালিকদের লিফলেট বিতরণ করা হবে। আগামীকাল (বুধবার) থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

এ সময় সকল বাসা-বা‌ড়ি‌ এর মা‌লিক‌দের প‌রিষ্কার-প‌রিচ্ছন্ন রাখার জন্য অনু‌রোধ জানান। না হ‌লে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে য‌দি মশার আবাসস্থল দেখা যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দক্ষিণের এ মেয়র।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মিব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় সিপিবি’র ক্ষোভভিয়েতনাম মুক্তিসংগ্রামের অবিসংবাদিত কিংবদন্তি হো চি মিনমেট্রোরেলে ভ্যাট যাত্রীর ওপর চাপবে, পুনর্বিবেচনার অনুরোধ‘বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবি বুয়েট শিক্ষকদের‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধবিজয়ীদের ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিলেন প্রধানমন্ত্রী৬ বছর পর কুবিতে অনুষ্ঠিত হলো ছায়া জাতিসংঘ সম্মেলনবঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সব খবর...
বিজ্ঞাপন