বিজ্ঞাপন

ভারতে মিক্স মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে হাবিবেব স্বর্ণ জয়

December 11, 2017 | 8:17 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ভারতের কলকাতার সাইন্স সিটিতে অনুষ্ঠিত হলো বুম মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ -২০১৭। চ্যাম্পিয়শিপে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন হতে মোট চার সদস্যের দল অংশ নেন।

বাংলাদেশ দলের সদস্যরা হলেন খেলোয়াড় হাবিব পারভেজ ও রহমত সানি এবং কর্মকর্তা রাজন হালদার, সাধারণ সম্পাদক, অল বাংলাদেশ ন্যাশনাল মিক্স মার্শাল আর্ট এসোসিয়েশন এবং যুগ্ম সম্পাদক আবিদ হাসান।

চ্যাম্পিয়নশিপে ফ্লাই ওয়েট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন ঢাকার লালবাগের ছেলে হাবিব পারভেজ। হাবিব পারভেজ বাংলাদেশের প্রথম প্রফেশনাল মিক্স মার্শাল আর্ট খেলোয়াড়। অপর খেলোয়াড় রহমত সানি কোনো ফলাফল করতে পারেননি।

বিজ্ঞাপন

বুম মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার অন্যতম পুরাতন প্রফেশনাল মিক্সড মার্শাল আর্ট প্রতিষ্ঠান, যা ২০১২ সাল থেকে চলছে।

সারাবাংলা/এমআরপি/১১ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন