বিজ্ঞাপন

সবাইকে জনসমাগম এড়িয়ে চলার অনুরোধ প্রধানমন্ত্রীর

April 1, 2021 | 3:28 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

সংসদ ভবন থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস আমরা মোটামুটি নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম। কিন্তু আবার বিশ্বব্যাপী এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবাই স্বাস্থবিধি মেনে চলবেন। মাক্স ব্যবহার করবেন। আমি কিন্তু বারবার বলছিলাম, ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি মানাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই সবার কাছে অনুরোধ জনসমাগম এড়িয়ে চলুন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে শোক প্রস্তাবেরর ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘এবারের করোনা ভাইরাসটা হঠাৎ করে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও এমন দ্রুত বাড়ছে যে চিন্তাও করা যায় না। ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে মানুষের মনে বোধ হয় বিশ্বাস জাগা শুরু হয়েছিল যে, করোন আর হবে না।’

তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘যখনই কেউ আপনারা একটু মানুষের সঙ্গে মিশবেন বা দোকানপাটে যাবেন, অফিসে যাবেন, মানুষের সঙ্গে কথা বলবেন, ঘরে ফিরে একটু গরম পানির ভাপ নেন- এটা কোনো কঠিন কাজ না। গরম পানির ওপর মুখটা রেখে ভাপ নিলে যে জার্মটা থাকে সেটাকে দুর্বল অথবা শেষ করে দেবে। আরেকটি কাজ আমি নিজে করি, এটাও আপনারা করতে পারেন। সেটা হলো নাকে একটু সরিষার তেল দেওয়া।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা যদি হিসাব করে দেখি তাহলে দেখা যাবে, যারা বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফিরে এসেছেন তাদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত। যারা বিভিন্ন জায়গায় বেড়াতে চলে গেছেন, বিশেষ করে পর্যটনকেন্দ্রে অথবা কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় একসঙ্গে অনেক লোক; সেখান থেকে যারাই আসছেন তারাই কিন্তু আক্রান্ত। দাওয়াত, খাওয়া-ধাওয়া এবং দোকানপাটে যাওয়া- এগুলো যেন অতিরিক্ত বেড়ে গিয়েছিল।’

সংসদ নেতা বলেন, ‘প্রথমে যখন করোনাভাইরাস দেখা দিল তখন যেভাবে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করলাম সেইভাবে এবারও নিয়ন্ত্রণ করতে হবে। ইতোমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি। এটাকে নিয়ন্ত্রণে আনতে আমরা চেষ্টা করে যাচ্ছি। সেক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার।’

বিয়ে অনুষ্ঠানের যেসব দিন তারিখ ঠিক হয়েছে, সেগুলো খুব কম লোক নিয়ে ঘরোয়াভাবে করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাইরের লোকের সঙ্গে না মিশে, দোকানপাটে গেলেও খুব অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে ঘরে ফিরবেন। অফিস-আদালতে আমরা বলে দিয়েছি, সেখানে যেন সীমিত লোক নিয়ে কাজ করা হয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন