বিজ্ঞাপন

আইনের শাসন না থাকলে দেশ সোমালিয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

May 22, 2021 | 10:28 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। আইন মানুষের জন্য, আইন মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। যে দেশে আইনের শাসন নাই, সেই দেশ সোমালিয়া হবে। কাজেই আইনের প্রতি আমাদের আস্থাশীল হতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (২২ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ শুভ্র সেন্টারে দলীয় নেতকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আইনের যে ধারা আছে, সে ধারা অনুযায়ী দেশ চলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আইন দেশের বিশৃঙ্খলা থামিয়ে রাখেন, আইন মানুষকে সাহায্য করে। একটি দেশ তখনি ভালো চলে, যেই দেশে আইনের শাসন আছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ করোনার কারণে ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ প্রায় একবছর হয়ে গেল। ওই দিকে আমাদের চিন্তা করতে হবে। উন্নয়ন যে আশা করেছিলাম ৮ পার্সেন্ট হবে, সেটা হচ্ছে না। কমে গেছে করোনার জন্যে। এর মধ্যে যদি আমরা আরো কিছু বিশৃঙ্খলা ঘটাই তাহলে দেশ আরও পিছিয়ে যাবে। এটা আমরা চাই না। করোনা নিয়ন্ত্রন করতে না পারলে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষের মৃত্যু বেড়ে যাবে। এই কথাটি কিন্তু আমাদের মনে রাখতে হবে।’

বিজ্ঞাপন

‘আমরা চাই না দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হোক। ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো, ষড়যন্ত্র করে ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছিলো। ষড়যন্ত্রের মাধ্যমে হেফাজতের তাণ্ডব দেখেছি। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তবেই আমাদের দেশ উন্নয়ন হবে। বিএনপি জামাত জোট শুধুমাত্র বিরোধিতাই করেই। তারা দেশের উন্নয়ন চায় না, তারা মানুষের কথা ভাবে না, তারা মানুষের পাশে দাঁড়াইনি। মানুষকে আর বোকা বানানো যাবে না’, বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘দেশে করোনা পরিস্থিতি ভালো ছিলো। কিন্তু আমাদের একটু অনিয়ন্ত্রিত চলাফেরার কারণে দেশে আজ করোনা মৃত্যু ও সংক্রমণ বেড়ে গেছে। ভারতের সঙ্গে আমাদের বর্ডার করোনার কারণে বন্ধ রয়েছে। যে পর্যন্ত করোনা পরিস্থিতির উন্নয়ন না হবে ততদিন পর্যন্ত ভারতের সাথে আমাদের বর্ডার বন্ধ থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ দলীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন