বিজ্ঞাপন

করোনাভাইরাস: দিল্লিতে তিন মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

June 12, 2021 | 7:10 pm

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা অনেকটাই কমে এসেছে ভারতের দিল্লিতে। গত ২৪ ঘণ্টায় ২১৩ জনের শরীরের করোনার সংক্রমণ ধরা পড়েছে। একই সময় মারা গেছেন ২৮ জন। গত তিন মাসের মধ্যে দিল্লিতে ২৪ ঘণ্টায় এটিই সংক্রমণের সর্বনিম্ন সংখ্যা।

বিজ্ঞাপন

শনিবার (১২ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে দিল্লিতে ১৪ লাখ ৩০ হাজার ৮৮৪ জন করোনায় আক্রান্ত হলেন। আর ভারতের রাজধানীতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ হাজার ৮০০ জনে।

দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৪৯৭ জন। ফলে এখন দিল্লিতে আক্রান্ত অবস্থায় রয়েছেন ৩ হাজার ৬১০ জন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৭১ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২১৩ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত ভারতে ৩ লাখ ৬৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন কোটির কাছাকাছি মানুষ।

বিজ্ঞাপন

করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ফেব্রুয়ারি থেকেই দিল্লিতে বাড়তে থাকে সংক্রমণের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়েও মৃত্যুও। তবে মে মাসের শেষ দিকে সংক্রমণের গতি নিম্নমুখী হতে থাকে।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন