বিজ্ঞাপন

বিএনপির ২ কেন্দ্রীয় নেতার পদত্যাগ

June 29, 2021 | 6:15 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি থেকে পদত্যাগ করেছেন দুই কেন্দ্রীয় নেতা—  দলের নির্বাহী কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মো. শাহজাহান মিয়া ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে মেইল বার্তায় তারা পদত্যাগের বিষয়টি জানান।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে কর্নেল (অব.) মো. শাহাজাহান মিয়া লিখেছেন, ‘আমি মো. শাহজাহান মিয়া বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। স্বাস্থ্যগত কারণে আমি বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে পদত্যাগ করলাম।’

মেজর (অব.) হানিফ পদত্যাগ পত্রে লিখেছেন, ‘আমি মেজর (অব.) মো হানিফ, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বাস্থ্যগত কারণে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে পদত্যাগ করলাম।’

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সারাবাংলাকে বলেন, ‘দফতরে এখন পর্যন্ত কোনো চিঠি আসেনি। যতদূর শুনেছি, তারা দু’জন মহাসচিব বরাবর চিঠি দিয়েছেন। সাধারণত মহাসচিব বরাবর পাঠানো কোনো চিঠি দফতরে এলে সেটি না খুলে ওভাবেই মহাসচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এরপর মহাসচিবের কাছ থেকে কোনো নির্দেশনা এলে সেগুলো আমরা বাস্তবায়ন করি।’

বিজ্ঞাপন

এ ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আর পদত্যাগ করা দুই নেতা কর্নেল (অব.) মো. শাহাজাহান ও মেজর (অব.) মো. হানিফের ফোন বন্ধ পাওয়া গেছে।

সারাবাংলা/এজেড/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন