বিজ্ঞাপন

কঠোর বিধিনিষেধে বন্ধ জবি, চলবে অনলাইনে ক্লাস

June 30, 2021 | 11:49 pm

জবি করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল অফিস আগামী ৭ দিন বন্ধ থাকবে। তবে যথারীতি অনলাইন ক্লাস ও জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুন) উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট/বিভাগ/দফতর বন্ধ থাকবে। এ সময়ে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।

এতে আরও বলা হয়েছে, এ সময় অনলাইন ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (বিদুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং মেডিকেল সেবা ইত্যাদি) চালু থাকবে। এছাড়া সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধিনিষেধ যথাযথ পালন করা হবে।

বিজ্ঞাপন

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ধাপে ধাপে বন্ধের মেয়াদকাল বাড়িয়ে আসছে। এর আগে সবশেষ বিজ্ঞপ্তিতে বন্ধের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন