বিজ্ঞাপন

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসমাইল সাব্রি

August 21, 2021 | 3:47 pm

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসমাইল সাব্রি ইয়াকুব। শনিবার (২১ আগস্ট) শপথ বাক্য পাঠ করেন তিনি।  করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় ব্যর্থতার কারণে সৃষ্ট রাজনৈতিক অস্থিতায় দেশটির মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। খবর আলজাজিরা।

বিজ্ঞাপন

ইসমাইল সাব্রি দেশটির দীর্ঘতম ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) থেকে একজন প্রবীণ রাজনীতিবিদ। তবে তার নেতৃত্বে দেশটির দীর্ঘদিনের অস্থিরতার অবসান হওয়ার সম্ভবনা কম বলে মনে করেন বিশ্লেষকরা।

চলতি সপ্তাহে মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাব্রির নাম ঘোষণা করেন দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ। গতকাল শুক্রবার (২০ আগস্ট) রাজপ্রাসাদের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছিল। গত চার বছরেরও কম সময়ে তৃতীয় নেতা হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ইসমাইল সাব্রি।

আরও পড়ুন: মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাব্রি ইয়াকুব, কাল শপথ

বিজ্ঞাপন

শুক্রবার মালয়েশিয়ার রাজা বিবৃতিতে বলেন, ইসমাইল সাব্রি ১১৪ জন আইনপ্রণেতার সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন। ফলে ৬১ বছর বয়েসী ইসমাইল সাব্রি শনিবার মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।

এর আগে গত ১৬ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন। সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রাজা সুলতান আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন