বিজ্ঞাপন

ইলিশ রফতানি নয়: মৎস্যমন্ত্রী

August 24, 2021 | 7:32 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ইলিশ রফতানি হলে দেশের দেশের সাধারণ মানুষের জন্য সুস্বাদু মাছটি খাওয়ার সুযোগ অনিশ্চিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি ইলিশ রফতানির পক্ষে নই।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এই আশঙ্কার কথা জানান।

শ. ম. রেজাউল করিম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, ইলিশ বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু মাছ। ইলিশ একেবারে প্রান্ত থেকে নগর পর্যন্ত সকলে খাওয়ার সুযোগ পাওয়া উচিত। এই মাছ রফতানি করা হলে বিশাল কোনো অর্থনৈতিক অর্জন হওয়ার মতো অবস্থা এ মুহূর্তে নেই। বাণিজ্যিকভাবে এখন ব্যাপক আকারে ইলিশ রফতানি হলে দেশের মানুষের সুস্বাদু ইলিশ খাওয়ার সুযোগ অনিশ্চিত হতে পারে। এই কারণে ব্যক্তিগতভাবে আমি ইলিশ রফতানির পক্ষে নই।’

ইলিশের উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, ‘ইলিশ মাছ যেভাবে উৎপাদন হচ্ছে; এই ধারা আরও পাঁচবছর অব্যাহত রাখা গেলে তাহলে স্বয়ংসম্পূর্ণতা চলে আসবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘এখনও অনেক গ্রাম রয়েছে, প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে ইলিশ মাছ পৌঁছায় না। তা ছাড়া ইলিশ মাছ সব সিজনে আসে না। তাই দেশের সব মানুষ যেন ইলিশের স্বাদ নিতে পারে সে জন্য আমরা কাজ করছি।’

সারাবাংলা/জিএস/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন