বিজ্ঞাপন

মোস্ট ওয়ান্টেড পুলিশের আত্মসমর্পণ

August 27, 2021 | 3:06 pm

আন্তর্জাতিক ডেস্ক

পুলিশি নির্যাতনে এক বন্দির মৃত্যুর পর থেকে পলাতক থাকা থাইল্যান্ডের সাবেক আঞ্চলিক পুলিশ প্রধান থিতিসান উত্থানাফন, যিনি জো ফেরারি নামেও পরিচিত, আত্মসমর্পণ করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্থানীয় সময় রাতে এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে তাকে হাজির করে থাই পুলিশ।

এদিকে, বন্দিকে নির্যাতনের অভিযোগ স্বীকার করে নিলেও; তার বিরুদ্ধে ওঠা ঘুষ ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন থিতিসান উত্থানাফন।

এর আগের মাসে, ২৪ বছর বয়সী এক মেথামফেটামিন বিক্রেতাকে আটক করে, তার কাছে ঘুষ দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে মুখে পলিথিন পেঁচিয়ে তাকে বেধড়ক মারধর করেন। সেই সময় তার জুনিয়র এক কর্মকর্তা ওই ঘটনার ভিডিও ধারন করেন এবং পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে দেন।

বিজ্ঞাপন

রাজধানী ব্যাংকক থেকে ২৫০ কিলোমিটার উত্তরে নাখন সাওয়ান অঞ্চলের পুলিশ স্টেশনে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিও দেখে জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। তার জেরে নিজ স্টেশন থেকে পালিয়ে যান পুলিশ কর্মকর্তা থিতিসান।

পরে, বৃহস্পতিবার তিনি নিজের স্টেশন থেকে ১০০ কিলোমিটার দূরের একটি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন।

অন্যদিকে, বিরল ওই সংবাদ সম্মেলনে গ্রেফতার পুলিশ কর্মকর্তা বলেন, ওই বন্দিকে হত্যার কোনো উদ্দেশ্য তার ছিল না। মূলতঃ তথ্য আদায় করতে গিয়ে জিজ্ঞাসাবাদের সময় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তার মূল লক্ষ্য ছিল মাদক কারবারিদের নিশ্চিহ্ন করা। মৃত্যু ছিল দুর্ঘটনা মাত্র।

সারাবাংলা/একেএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন