বিজ্ঞাপন

করাচিতে কারখানায় আগুন, ১৬ মৃত্যু

August 27, 2021 | 9:24 pm

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের করাচির পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় আগুনের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ আগস্ট) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ভবনের বেশির ভাগ জানালা বন্ধ ছিল। দ্বিতীয় তলায় আটকা পড়ে বেশির ভাগ শ্রমিকের মৃত্যু হয়। ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছিল।

এ ব্যাপারে করাচির পূর্বাঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সাকিব ইসমাইল মেমন বলেন, আগুনে অন্তত ১৬ জন মারা গেছে।

বিজ্ঞাপন

টেলিভশন চ্যানেলের ভিডিওতে কারখানার ওপরের তলাগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখা যায়।

ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা মুবিন আহমেদ জিও নিউজকে জানিয়েছেন, কারাখানায় ঢোকা এবং বের হওয়ার একটাই পথ। অগ্নিকাণ্ডের সময় ছাদের দরজাও বন্ধ ছিল। সে কারণে উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হয়েছে।

এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের একটি পোশাক কারখানায় আগুন লেগে ২৬০ জনের বেশি মানুষ দগ্ধ হয়েছিল। অবৈধভাবে এবং সঠিক কোনও নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই কারখানা পরিচালনা করার কারণে পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন