বিজ্ঞাপন

চিকিৎসকের বদলে অপারেশনে স্ত্রী, প্রসূতির মৃত্যু

September 21, 2021 | 11:08 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

জয়পুরহাট: পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের জায়গায় তার স্ত্রী অপারেশন করায় এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মৃত প্রসূতি মুনিরা বেগম (২৯) পাঁচবিবি উপজেলার শুকুরময়ী গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আরিফুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার অন্তঃসত্ত্বা স্ত্রী মুনিরাকে পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন। অপারেশন করেন ডা. সোলায়মান আলী মেহেদীর স্ত্রী তানবিনা মিনহাজ তিনা।

আরিফ বলেন, অপারেশনের কিছুক্ষণ পর থেকেই আমার স্ত্রীর অবস্থার অবনতি ঘটতে থাকে। বিকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রী মারা যান। পরে জানতে পারি ডা. সোলায়মান আলী মেহেদীর স্ত্রী হওয়ার সুবাদে অদক্ষ ডা. তানবিনা মিনহাজ তিনা এই অপারেশন করেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করেও ডা. তিনাকে পাওয়া যায়নি। তবে তার স্বামী পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান আলী মেহেদী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ২ বছরের কোর্স করা আছে। আমিই অপারেশন করেছি, আমার স্ত্রী নয়।

এ বিষয়ে জয়পুরহাট সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, সন্তান জন্ম নেওয়ার পর ফুল পড়ার জন্য যে ইনজেকশন দেওয়া হয়েছে, তা কার্যকর হয়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন