বিজ্ঞাপন

সিলেটে ১৬২ রানেই অলআউট যুবদল

September 22, 2021 | 8:58 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

টানা তিন ওয়ানডে জিতে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করার পর কী যেন হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের! আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচ হেরেছেন যুবারা। তারপর একমাত্র টেস্ট ম্যাচের শুরুটাও ভালো হলো না যুব দলের। একমাত্র টেস্ট ম্যাচটির প্রথম দিনে আজ ১৬২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষ বিকেলে কিছুটা স্বস্তি অবশ্য আদায় করে নিয়েছেন স্বাগতিকরা। ৪০ রান তুলতে আফগানদের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশি যুবারা।

বিজ্ঞাপন

বুধবার (২২ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য মন্দ হয়নি। ৪৬ রান তুলেছিলেন দুই ওপেনার প্রান্তিক নাওরোজ নাবিল ও ইফতিখার হোসেন। প্রান্তিক ৪৬ বলে ২০ রান করে ফিরলে প্রভাববিস্তার করার মতো জুটি আর গড়তে পারেনি বাংলাদেশি অনূর্ধ্ব-১৯।

আফগানদের পেসার বিলাল সামি ও লেগী ইজহারুল হক নাভিদ নিয়মিত বিরতিতে উইকেট নিয়েছেন। ১৭ রানের ব্যবধানে শেষ ছয় উইকেট হারিয়ে ১৬২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। মিডল অর্ডারে আইচ মোল্লাহ সর্বোচ্চ ২৯ রান করেছেন। ২৮ রান করেছেন মেহরব হাসান। দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারা অপরজন ইফতিখারের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। আফগানিস্তানের পক্ষে বিলাল সামি ৪২ রানে নিয়েছেন পাঁচ উইকেট। ৪৫ রানে চার উইকেট নিয়েছেন নাভিদ।

পরে বোলিংয়ে নেমে শুরুতেই আফগান ওপেনার সুলাইমান সাফিকে রান আউট করেন রিপন মন্ডল। খানিক বাদে তিনে নামা ইশাক জাজাইকে (১৭) ফেরান আশরাফুল ইসলাম। শেষ পর্যন্ত ২ উইকেটে ৪০ রান নিয়ে দিন শেষ করেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন