বিজ্ঞাপন

মাদক ঠেকাতে এভারেস্ট জয়ের গল্প শোনালেন মুহিত

November 2, 2021 | 6:34 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: এভারেস্ট জয়ের গল্প শুনিয়ে তরুণ-যুবকদের মাদক থেকে বিরত থেকে মানসিকভাবে দৃঢ়চেতা হতে উদ্বুদ্ধ করেছেন দুই বার এভারেস্টজয়ী বাংলাদেশি এম এ মুহিত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর মোটেল সৈকতে ‘মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে’ আয়োজিত যুব সমাবেশে এম এ মুহিত এ আহ্বান জানিয়েছেন। ‘জাগি প্রাণের উচ্ছ্বাসে, গড়ি মাদকমুক্ত সোনার বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে যুব সমাবেশের আয়োজন করে কারিতাস চট্টগ্রাম অঞ্চলের ‘স্মাইল প্রকল্প’। এতে স্বাগত বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) জেমস গোমেজ।

অনুষ্ঠানে এম এ মুহিত তার এভারেস্ট জয়ের গল্প শুনিয়ে তরুণ-যুবকদের উদ্দেশে বলেন, ‘তরুণ-যুবকদের লক্ষ্য থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে। লক্ষ্য পূরণের জন্য মানসিকভাবে দৃঢ়চেতা হতে হবে। কিন্তু মাদক, নেশাদ্রব্য সেই লক্ষ্য পূরণে বড় বাধা। এজন্য তরুণ-যুবসমাজকে মাদক পরিহার করতে হবে। আদর্শ নাগরিক হয়ে উঠতে হবে। সেটা একেবারে ছাত্রজীবন থেকে শুরু করতে হবে। মাদকের বদভ্যাস যেন কোনোভাবেই না হয়, সেই চর্চা ছাত্রজীবন থেকে করতে হবে। নিজেকে, আশপাশের মানুষকে, বন্ধু-সহপাঠীদের মাদকের মরণছোবল থেকে রক্ষার দায়িত্বও পালন করতে হবে। তবেই জীবনের যেকোনো লক্ষ্য জয়ে সফল হওয়া যাবে।’

প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, ‘মাদকের করাল গ্রাস সম্ভাবনাময় তরুণদের অন্ধকারে নিয়ে যায়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় সমাজ এবং সর্বোপরি রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। তাদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে হবে। তাদের প্রশিক্ষিত করে জাতির অগ্রযাত্রায় শামিল করতে হবে।’

বিজ্ঞাপন

কথাসাহিত্যিক বাদল সৈয়দ বলেন, ‘মাদক মানুষকে সুস্থভাবে ভাবতে দেয় না, বাঁচতে দেয় না। মাদক শুধু মানুষকে বিপথগামীই করে না, বরং মানুষকে ধীরে ধীরে মৃত্যুর পথে নিয়ে যায়। মাদকের ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে বাঁচাতে হবে।’

সমাবেশের আগে নগরীর নিউমার্কেট চত্বর থেকে মাদকবিরোধী পদযাত্রা শুরু হয়ে স্টেশন রোডের মোটেল সৈকতে যুব সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। সমাবেশে মাদকবিরোধী সচেতনতামূলক নাটিকা, মাদক যুদ্ধে জয়ীর জীবনালেখ্য পরিবেশন এবং মাদকমুক্ত থাকার শপথ বাক্য পাঠ করানো হয়। সমাবেশে কারিতাসের স্মাইল প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরী।

চট্টগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারি, উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা, কারিতাস লুক্সেমবার্গের কান্ট্রি ম্যানেজার সুবাস চন্দ্র সাহা, বাতিঘরের প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাশ, সাবেক কাউন্সিলর রেহেনা বেগম রানু, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর শাহীন আক্তার রোজী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’র ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মেহজারিন বিনতে গাফফার, মাদকযুদ্ধে জয়ী জাহিদ হাসান দোলন এতে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএসএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন