বিজ্ঞাপন

‘বিএনপি ইলেকশন-মারামারি সবই করছে, আবার উসকেও দিচ্ছে’

November 17, 2021 | 8:19 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি দলীয়ভাবে নির্বাচন করেনি বলে তাদের নামটা আসছে না। সেদিক থেকে তাদের চালাকিটা ভালোই। তারা ভালোই একটা চালাকি করে নিয়েছে। ইলেকশনও করছে, মারামারিও করছে, আবার মারামারি উসকেও দিচ্ছে। আবার আমাদের বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়ে সেখানে একটা মারামারি বাঁধিয়ে দিচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে যুক্তরাজ্য ও ফ্রান্স সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে উপস্থিত ছিলেন সাংবাদিকরা। শুরুতে লিখিত বক্তব্য শেষে পরে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকারপ্রধান শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দুই পাশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে নির্বাচনে সহিংসতা কোন নির্বাচনে হয়নি। তবে এটা ঠিক যে, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সহিংসতা হচ্ছে। এখন সহিংসতা হোক, সেটা আমরা চাই না। এই যে হানাহানি, ভোট দিতে যেয়ে মানুষ প্রাণ হারাবে- এটা কখনো গ্রহণযোগ্য নয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মুশকিল হচ্ছে, আমরা শুধু চেয়ারম্যান পদে প্রতীক দিচ্ছি। কিন্তু সেখানে মেব্বারদেরও ইলেকশন হয়। তাদের কোনো দলীয় প্রতীক থাকে না। আপনারা যদি ঘটনাগুলো দেখেন, মেব্বারদের মধ্যেও গোলমাল হচ্ছে। তারা মারামারি, কাটাকাটি করছে। শুধু যে চেয়ারম্যান প্রতীক দিচ্ছি বলে সেখানে সংঘাত হচ্ছে, তা কিন্তু নয়।’

দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও একজনকে মনোনয়ন দেওয়ার কারণে বাকিদের বঞ্চিত হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘তৃণমূলে এটাও হচ্ছে যে, হয়তো নমিনেশন একজনকে দেওয়া হচ্ছে। কিন্তু আরও অনেকের আকাঙ্ক্ষা থাকে। সেজন্য ইলেকশন তো সবাই করছে। আমরা যেমন আওয়ামী লীগের নামে করছি, বিএনপি নাম ছাড়া করছে। অন্যান্য দলও করছে। করছে না তা কিন্তু নয়। তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা দল নিয়ে করবে না।

তিনি বলেন, ‘আমরা এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। শুধু ব্যবস্থা নয়, আমরা যাদের নমিনেশন দিয়েছি তার বাইরে যারা নির্বাচন করেছে, সে যত ভালো ক্যান্ডিডেট হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা কিন্তু বিদ্রোহীদের নমিনেশন দেইনি। এবারও দেখছি বিদ্রোহ হয়েছে। এত বড় একটা দল, বিদ্রোহী প্রার্থী থাকবেই। কিন্তু আমার দলের নেতাকর্মী যারাই দলীয় সিদ্ধান্তের বাইরে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। সেটা আমরা ছাড়ব না।’

বিজ্ঞাপন

কিন্তু এর বাইরে যারা হানাহানি করল তাদের ব্যাপারে তিনি গণমাধ্যমকে খোঁজ-খবর নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এটা ঠিক যে, নির্বাচন নিয়ে কোনো প্রাণহানি হোক, এটা আমরা কখনো চাই না। এটা হওয়া উচিত না। যেখানে যেখানে এ ধরনের ঘটনা ঘটেছে, সেখানে সেখানে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব এবং নিচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যে নির্বাচনি প্রতিশ্রুতি সেটা আমরা রক্ষা করে যাচ্ছি। আমরা বলেছি বিচার বহির্ভূত হত্যা হবে না। সেটা হচ্ছে না। কিন্তু ঘটনাচক্রে কিছু যখন ঘটে যায়, তখন সঙ্গে সঙ্গে কিন্তু সেটার তদন্ত হয়। এই ধরনের অন্যায় কেউ ঘটানোর চেষ্টা করলে সেটা র‌্যাবেই হোক, পুলিশেই হোক- যেই হোক, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিচারও হচ্ছে।’

তিনি বলেন, ‘বিচার বহির্ভূত হত্যার ঘটনা যখনই ঘটছে তখনই আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। টোটাল বন্ধ করা হয়তো পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। আপনারা আমেরিকার দিকে তাকান। একটা ছেলে খালি পকেটে হাত দিল ওমনি পুলিশ গুলি করে মারল। সেগুলো কি বিচার বহির্ভূত হত্যা না? লন্ডনে সেদিন একজন এমপি তার অফিসে বসা ছিলেন। ৪৫ বছর ধরে তিনি সেখানকার এমপি। সেখানে ঢুকে ছুরি মেরে তাকে হত্যা করল। তাও আবার ব্রিটেনের মতো জায়গায়। সেই দেশে আমার বোনের মেয়েও সংসদ সদস্য, সেজন্য আমি খুব চিন্তায় পড়ে গেলাম।’

এ বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কই সেখানে তো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে কাউকে তো সোচ্চার হতে দেখিনি। এই ঘটনাগুলোর সঙ্গে আপনারা তুলনা করেন বাংলাদেশের।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এইরকম ঘনবসতিপূর্ণ একটি দেশ। তবুও আমরা আমাদের আইনশৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। তারপরও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।’

সারাবাংলা/এনআর/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন