বিজ্ঞাপন

ইয়েমেনে দৈনিক ৩০০ শিশুমৃত্যু

November 22, 2021 | 1:22 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলার মধ্যেই অপুষ্টিতে ভুগে প্রতিদিন ৩০০ শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় একটি মানবাধিকার সংস্থা।

বিজ্ঞাপন

এর আগের সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে ইয়েমেনভিত্তিক ইনতেসাফ অর্গানাইজেশন ফর উইমেন অ্যান্ড চাইল্ড রাইটস জানিয়েছে, প্রায় ৩০ লাখ ইয়েমেনি শিশু প্রকট অপুষ্টিতে ভুগছে। তাদের মধ্যে সংকটাপন্নদের মৃত্যু হচ্ছে।

রাজধানী সানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই সংস্থা দাবি করেছে, ছয় বছর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে অভিযান শুরু করার পর থেকে তিন হাজার ৮২৫ শিশুকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও চার হাজার একশ ৫৭ শিশু।

ওই মানবাধিকার সংস্থা জানিয়েছে, চলমান যুদ্ধের কারণে সাড়ে পাঁচ হাজার শিশু বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতার মুখে পড়েছে। এছাড়াও শরীরে টিউমার নিয়ে বেড়ে উঠছে প্রায় ৭১ হাজার শিশু।

বিজ্ঞাপন

এর আগে, ২০১৫ সালের মার্চে সৌদি আরব তার স্থানীয় এবং পশ্চিমা মিত্রদের সহযোগিতায় ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে। তারপর থেকেই খাদ্য নিরাপত্তা, অর্থনীতিসহ ইয়েমেনের সামগ্রিক পরিস্থিতি নাজুক হতে শুরু করে।

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহততাহলে ব্যাংকে কি মাস্তান-মাফিয়ারা ঢুকবে?— কাদেরকে রিজভীর প্রশ্নরাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মিব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় সিপিবি’র ক্ষোভভিয়েতনাম মুক্তিসংগ্রামের অবিসংবাদিত কিংবদন্তি হো চি মিনমেট্রোরেলে ভ্যাট যাত্রীর ওপর চাপবে, পুনর্বিবেচনার অনুরোধ‘বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবি বুয়েট শিক্ষকদের‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধবিজয়ীদের ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিলেন প্রধানমন্ত্রী সব খবর...
বিজ্ঞাপন