বিজ্ঞাপন

দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

December 29, 2021 | 6:57 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, অনেক ত্যাগের পর বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে সেরা স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। সেনাবাহিনীর গুণগত মান ভালো বলেই সেটা সম্ভব হয়েছে। সেই অবস্থান ধরে রাখতে সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করছে।

বিজ্ঞাপন

সেনাপ্রধান বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের নুকালি উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন। তিনি আরও বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী বগুড়া অঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে ২ হাজারের বেশি কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কামান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানা, এনডিসি, পিএসসি, এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন