বিজ্ঞাপন

এলওসিতে নিহত পাকিস্তানির মৃতদেহ ফিরিয়ে নেওয়ার তাগিদ ভারতের

January 2, 2022 | 5:26 pm

আন্তর্জাতিক ডেস্ক

জম্মু ও কাশ্মিরের কুপওয়ারার কেরান সেক্টরে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রমের প্রচেষ্টা চালানো এক পাকিস্তানি ব্যক্তিকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। রোববার (২ জানুয়ারি) নিহত পাকিস্তানি ব্যক্তির মরদেহ ফিরিয়ে নিতে পাকিস্তান সেনাবাহিনীকে তাগিদ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। নিহত ওই ব্যক্তিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সদস্য বলে দাবি করেছে ভারত।

বিজ্ঞাপন

ভারতের জিওসি ২৮ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল এএস পেনডারকর রোববার এক বিবৃতিতে বলেছেন, ‘কেরান সেক্টরে গতকাল বিএটি’র (পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিম) এক সদস্য অনুপ্রবেশের চেষ্টা করেছিল। এলওসিতে মোতায়েন করা ভারতীয় সেনারা দ্রুত পদক্ষেপ নিয়ে ওই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। এসময় পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়।’


মেজর জেনারেল পেনডারকর তার বিবৃতিতে জানিয়েছেন, ঘটনাস্থলটি অনুপ্রবেশকারী রোধী বেড়ার পাকিস্তান অংশে অবস্থিত।

ঊর্ধ্বতন ওই ভারতীয় সামরিক কর্মকর্তা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শাবির মালিক। তিনি পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিম বা বিএটি’র সদস্য।

বিজ্ঞাপন

মেজর জেনারেল পেনডারকর বলেন, ‘অনুপ্রবেশ চেষ্টার শুরুতেই তা আমাদের কাছে ধরা পড়েছিল। তাৎক্ষণিক একটি অ্যামবুশ পরিচালনা করে অনুপ্রবেশকারীকে নির্মূল করা হয়। এসময় একটি একে রাইফেল, গোলাবারুদ এবং সাতটি গ্রেনেডসহ পাকিস্তানি ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। ওই এলাকায় এখন ব্যাপক নজরদারী চলছে।’

তিনি বলেন, ‘ওই পাকিস্তানি ব্যক্তির সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র ও ভ্যাকসিন কার্ড পাওয়া যায়। কার্ডের ছবিতে দেখা যায়, ওই ব্যক্তি পাকিস্তানি সশস্ত্র বাহিনীর ইউনিফর্ম পরিহিত।’

বিজ্ঞাপন

মেজর জেনারেল পেনডারকর পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘পাকিস্তানি ওই সেনার এলওসি পার হওয়ার প্রচেষ্টা দুই দেশের মধ্যে গত বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন।’

এ ব্যাপারে পাকিস্তানের তরফ থেকে কোনো বিবৃতি এখনও গণমাধ্যমে আসেনি।

সারাবাংলা/আইই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন