বিজ্ঞাপন

জনবল সংকট: করোনা আক্রান্তদের কাজে ফেরানো হচ্ছে

January 4, 2022 | 10:22 pm

আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাসের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণের মুখে অস্ট্রেলিয়ার হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় মোকাবিলায় হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এর মধ্যেই, নিউ সাউথ ওয়েলস রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা নার্সদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গার্ডিয়ান অস্ট্রেলিয়া জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের অন্তত আড়াই হাজার স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন। তাদের মধ্যে অনেকেই এখন কাজে যোগ দিয়েছেন।

নার্সদের মধ্যে অনেকেই জানিয়েছেন, তারা হাসপাতাল থেকে অনানুষ্ঠানিকভাবে মৌখিক নির্দেশনা পেয়ে কাজে যোগ দিয়েছেন। তাদের মধ্যে যাদের উপসর্গ নেই তারা পিপিই পরে কাজ করছেন।

তবে, হাসপাতালে ভর্তি অনেক রোগীর সঙ্গে কথা বলে দ্য গার্ডিয়ান জানতে পেরেছে, নার্সদের মধ্যে অনেকেরই উপর্সগ দেখা যাচ্ছে। তারা ওয়ার্ডে কাজ করার সময় ক্রমাগত হাঁচি-কাশি দিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এদিকে, সিডনির কিছু হাসপাতালে করোনা আক্রান্ত নার্সদের কেবলমাত্র কোভিড ইউনিটে কাজ করতে দেওয়া হলেও। অন্যান্য হাসপাতালে করোনা আক্রান্ত নার্সরা নন-কোভিড ইউনিটে কাজ করছেন এবং তাদের অন্য সহকর্মীদের সংস্পর্শে আসছেন বলে খবর মিলেছে।

অন্যদিকে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা আক্রান্ত নার্সদেরকে অবশ্যই সাত দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হচ্ছে। তাদেরকে কাজে ফেরানোর কোনো প্রশ্নই আসে না।

কিন্তু, গার্ডিয়ান অস্ট্রেলিয়া বলছে, স্বাস্থ্য বিভাগের ওই বক্তব্য লোক দেখানো। প্রকৃত অবস্থা হলো হাসপাতালগুলোতে চরম জনবল সংকট বিরাজমান। জনবল সংকট কাটাতে বিদেশ থেকে নার্স নিয়ে আসার প্রস্তাবনার একটি কপি তাদের হাতে রয়েছে। ওই খবর চাউর হয়ে যাওয়ার পরেই করোনা আক্রান্ত নার্সদের অনানুষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে কাজে ফেরানো হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন