বিজ্ঞাপন

কিয়েভে রুশ সেনারা, সব বয়সীদের যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান

February 25, 2022 | 3:45 pm

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার ভোর থেকেই কিয়েভে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে আসছে রাশিয়া। সর্বশেষ তথ্য অনুযায়ী, রুশ সেনারা কিয়েভে ঢুকে পড়েছে। প্রতিরোধ করছে ইউক্রেনের সেনারা। শহরজূড়ে দুই পক্ষের গুলাগুলি চলছে। ইউক্রেন সরকার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ দেশের সকল সক্ষম নাগরিকদের রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছে। ইউক্রেনের কমান্ডার ইয়োরি গালুশকিন বিবৃতিতে জানান, বেসামরিক নাগরিকদের যে কেউ যুদ্ধে যোগ দিতে পারবেন। বয়সসীমা উঠিয়ে দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আজ ইউক্রেনের সবকিছু প্রয়োজন। যুদ্ধে যোগ দেওয়ার সকল প্রক্রিয়া সহজ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ইউক্রেন স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল ৯টায়) ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দিনভর জলে, স্থলে, অন্তরীক্ষে তিন দিক থেকে ইউক্রেনের ৮০টির বেশি সামরিক ও বেসামরিক স্থাপনায় অভিযান চালিয়েছে রুশ সেনারা। রুশ হামলার প্রথম দিনে ইউক্রেনের ১৩৭ নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি। অন্যদিকে মস্কো জানিয়েছে, প্রথম দিনের অভিযানে রাশিয়ার ১২ জন সেনা প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন