বিজ্ঞাপন

বিশ্ববাজারে ১০০ ডলারের নিচে নামল জ্বালানি তেলের দর

March 15, 2022 | 9:43 pm

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) অপরিশোধিত জ্বালানি তেল ইউএস ব্রেন্ট ক্রুড এবং ডব্লুউটিআই ক্রুডের দাম ১০০ ডলারের নিচে নেমেছে।

বিজ্ঞাপন

গত মাসের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পরপরই বিশ্ববাজারে তেলের দরে লাগাতার উল্লম্ফন ঘটে। একসময় অপরিশোধিত জ্বালানি তেলের দর ব্যারেল প্রতি ১৪০ পর্যন্ত স্পর্শ করে। তবে সোমবার থেকে জ্বালানি তেলের দরের নিম্নমুখি প্রবণতা শুরু হয়।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে নটায় ডব্লিউটিআই-এর প্রতি ব্যারেল ৯৪.৪৮ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। এছাড়া ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে প্রতি ব্যারেল ৯৮.৯৪ মার্কিন ডলারে।

মূলত বড় দেশগুলোর মজুত থেকে বাজারে তেল ছাড়া এবং চীনে করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবের খবর জ্বালানি তেলের দরে প্রভাব ফেলেছে। এছাড়া জ্বালানি তেলের উৎপাদন বাড়াতে আরব আমিরাতের সম্মতিও তেলের বাজারে স্বস্তি এনেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন