বিজ্ঞাপন

জনশুমারিতে ৩ লাখ ৭৫ হাজার সিম দিচ্ছে রবি

April 24, 2022 | 8:08 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জনশুমারিতে ব্যবহার হবে ৩ লাখ ৭৫ হাজার রবির সিম। সেইসঙ্গে নেওয়ার্ক সরবরাহসহ অন্যান্য কারিগরি সহায়তা দেবে সংস্থাটি। এ উপলক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সঙ্গে রবির একটি চুক্তি সই হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিসংখ্যান ভবনে এই চুক্তি হয়। এ সময় জানানো হয়, ডিজিটাল জনশুমারির অন্যতম সহযাত্রী হচ্ছে মোবাইল অপারেটর ‘রবি’। প্রথমবারের মতো অনুষ্ঠেয় শুমারির যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে সংস্থা দুটি।

চুক্তিতে সই করেন জনশুমারি প্রকল্পের পরিচালক দিলদার হোসেন এবং রবির এন্টারপ্রাইজ অ্যান্ড বিজনেস চিফ আদিল হোসেন নোবেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।
বিবিএস’র মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলের রবি অজিয়াটার সিইও এম রিয়াজ রাশেদ। বক্তব্য দেন প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

চুক্তি সই অনুষ্ঠানে ড. শাহনাজ আরেফিন বলেন, ‘জনশুমারির মতো বিশাল কর্মষজ্ঞে এই চুক্তি সই একটি মাইলফলক। আমরা সাহসী জাতি। পারব বলে ঝাঁপিয়ে পরি, অবশেষে পেরে উঠি। এর আগে পাঁচটি শুমারি হয়েছে। সেই অভিজ্ঞতার সঙ্গে এবারই প্রথম যোগ হচ্ছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। ডিজিটাল শুমারি একটি বিশাল কর্মষজ্ঞ, অন্যদিকে একটি স্বপ্ন। সেই স্বপ্ন আমাদের দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ডিজিটালি মানুষ গুনব। আবার ডিজিটালি পরিকল্পনা করে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাব। এই শুমারির মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।’

বিজ্ঞাপন

এম রিয়াজ রাশেদ বলেন, ‘এই শুমারির মধ্য দিয়ে বাংলাদেশ শুধু ডিজিটাল বাংলাদেশই নয়, স্মার্ট বাংলাদেশ হিসেবেও পরিচিতি পাবে। আমরা সবাই মিলে কাজ করে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।’

তাজুল ইসলাম বলেন, ‘সুন্দরভাবে ডিজিটাল শুমারি শেষ করতে সবধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা বিজয়ী হব। এর কোনো বিকল্প নেই।’

আদিল হোসেন নোবেল বলেন, ‘ডিজিটাল শুমারির মাধ্যমে পুরো দেশের মানুষকে গণনা করা হবে। এটা অনেক বড় চ্যালঞ্জ। কিন্তু আমরা মাঠে যখন নেমেছি, তখন যুদ্ধ করে হাতে হাত রেখে বিজয়ী হব। ভয় না পেয়ে এবং দিশেহারা না হয়ে সবাই মিলে এক সঙ্গে কাজটি করব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন