বিজ্ঞাপন

শীতলক্ষ্যায় আরও ২ সেতু হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

April 29, 2022 | 9:56 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর আতলাপুর ও পূর্বগ্রামে আরও দুইটি সেতু নির্মাণ করা হবে।’

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর উদ্যোগে আয়োজিত ‘উন্নয়নে রূপগঞ্জ’ শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী এ সময় বলেন, ‘বালু নদীর চনপাড়ায় ওয়াইব্রিজ, কেওঢালায় ও ইউসুফগঞ্জে দুটি ব্রিজের নির্মাণকাজ এগিয়ে চলছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস ভবন নির্মাণ করা হয়েছে।’

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১৩ বছরে রূপগঞ্জে চার হাজার কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। শীতলক্ষ্যা নদীর মুড়াপাড়ায় বীর প্রতীক গাজী সেতু, ভুলতা ফ্লাইওভারসহ ৪৮০ কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। নির্মাণ করা হয়েছে ৫৫৭টি ছোটবড় কালভার্ট ও ব্রিজ। ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১৯টি মাদরাসা ও ৬টি কলেজের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। সৃষ্টি করা হয়েছে বিপুল পরিমাণ লোকের কর্মসংস্থান।’

বিজ্ঞাপন

ইদে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটে ভোগান্তিতে পড়ত সাধারণ মানুষ। এখন ভুলতা ফ্লাইওভার হওয়ার কারণে মানুষ যানজটমুক্ত পরিবেশে বাড়ি ফিরতে পারছেন জা‌নিয়ে মন্ত্রী বলেন, ‘ভুলতায় মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকত। ভুলতা ফ্লাইওভার হওয়ার পর থে‌কে এখন আর সেখানে যানজট নেই। দুর্ভোগ ছাড়া মানুষের ইদযাত্রা হচ্ছে।’

ইফতার মাহফিলে হি‌সেবে যোগ দেন রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী।

বিজ্ঞাপন

মেয়র হা‌ছিনা গাজী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। সেই স্বপ্ন বুকে নিয়ে দেশের উন্নয়ন করে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন এর সভাপ‌তিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল আউয়াল মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমালসহ রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতারা।

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন