বিজ্ঞাপন

শৈবাল তালুকদার-এর কবিতা

May 2, 2022 | 4:26 pm

টিপ

সবুজের মায়াবী জমিনে লাল সূর্যের টিপে
আমাদের ভোর নামে,
সন্ধ্যা নামে সূর্যের কুমকুম টিপে
ডুবে যেতে যেতে,
আমাদের উদাস করা রাত আলো করে
রূপোলী চাঁদের টিপ,
মায়ের কোল আলো করে
চাঁদের কপালে চাঁদ টিপ।

বিজ্ঞাপন

অবোধ কিশোরীর প্রথম প্রেম তার টিপ,
হোস্টেলে তরুণীর তড়িঘড়ি সাজগোজ একটা নিটোল টিপ,
নব পরিণীতার গভীর চোখ জোড়া, ভালোবাসা, দাসখত, টিপ
মায়ের মমতা মাখা জ্বলজ্বলে টিপ,
ইদ, পূজো, পহেলা বৈশাখ জুড়ে
কেবল আমাদের টিপ –

আমরা বাঙালি,
আমাদের গাঢ় সবুজ জমিনে ভাসে
আমাদের রক্ত লাল সূর্যের টিপ,
আমাদের সকল শৌর্যের অর্জন
আমাদের জাতীয় পতাকার সে টিপ,
তুমি কে হে ভিনদেশি?
কেড়ে নেবে, মুছে দেবে জয় টিকা
আমাদের প্রাণের প্রদীপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই/এএসজি

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন