বিজ্ঞাপন

তুরস্কে বিরোধী নেত্রীর জেল, প্রতিবাদে বিক্ষোভ

May 23, 2022 | 12:40 pm

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কট্টর সমালোচক এবং বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিপিএইচ) নেত্রী জানান কাফটানজিওলোর পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজারো সমর্থক।

বিজ্ঞাপন

ওই নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরদোগানকে অপমান করেছেন। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে তুরস্কের প্রেসিডেন্ট এবং রাষ্ট্রকে অপমান করে পোস্ট দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই অপরাধে তার শাস্তি ঘোষণার পরই হাজারো মানুষ ইস্তাম্বুলের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।

এর আগে, ২০১৯ সালে ইস্তাম্বুলের পৌর নির্বাচনে এরদোগানের দলের ২৫ বছর শাসনের অবসান ঘটিয়ে সিপিএইচ ক্ষমতায় আসে। তার পেছনে এই জানানের অবদান ছিল সবচেয়ে বেশি।

সমালোচকরা মনে করছেন, আগামী বছর তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিরোধী নেতাদের বিরুদ্ধে সরকারি অভিযান চলবে। সিপিএইচ নেত্রীর পাঁচ বছরের কারাদণ্ড তারই একটা অংশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন