বিজ্ঞাপন

কমলাপুর রেলস্টেশনে ছুরিকাঘাতে গেটম্যান খুন, গ্রেফতার ২

June 13, 2022 | 8:35 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পূর্বশত্রুতার জেরে শাহিন (৩৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সে স্টেশনে গেটম্যানের চাকরি করতো। এই ঘটনায় অভিযুক্ত কাঞ্চন সিকদার ও তার স্ত্রী রাশিদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুন) ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাজহারুল হক বলেন, ‘পারিবারিক ও পূর্ব শত্রুতার জের ধরে তারই পরিচিত কাঞ্চন সিকদার নামে এক যুবক রোববার (১২ জুন) সন্ধ্যায় কমলাপুর ৮ নম্বর প্লাটফর্মের গেটে শাহিনের বুকেসহ কয়েক জায়গায় ছুরিকাঘাত করে। পরে তার সহকর্মীরা উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘ঘটনার পরে আশপাশের লোকজন ঘাতক কাঞ্চনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। নিহতের ছোট বোন বাদী হয়ে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখানো হয়।’

বিজ্ঞাপন

শাহিনের বন্ধু মো. মিঠু বলেন, ‘কমলাপুর স্টেশনে মাস্টার রোলে গেটম্যানের চাকরি করতো শাহিন। আইসিডি গেটে দায়িত্বরত ছিল। আর কমলাপুর স্টেশনে কাঞ্চন পান-বিড়ি বিক্রি করতো। কয়েক মাস আগে কাঞ্চনের স্ত্রী রাশিদাকে ভাগিয়ে বিয়ে করে শাহিন। তবে পরবর্তী সময়ে শাহিন বিচার-সালিশের মাধ্যমে ওই স্ত্রীকে তালাক দেয়। পরে সে আবার কাঞ্চনের কাছে ফিরে যায়।’

মিঠু আরও বলেন, “এই ঘটনার জের ধরেই আইসিডি গেটে শাহিনকে একা পেয়ে ‘মামা তুই আইজ শেষ’ বলেই কাঞ্চন তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে শাহিনের বুকে ও কপালে আঘাত করে। আশপাশের লোকজন এটি দেখেই কাঞ্চনকে ধরে ফেলে।”

নিহত শাহিনের গ্রামের বাড়ি, নেত্রকোনা জেলার পূর্বধলা থানার হাটধলা গ্রামে। বাবার নাম মৃত আব্দুল কাদির। বর্তমানে মুগদা এলাকায় থাকতেন। শাহিন আগে একটা বিয়ে করেছিল। শাহিনের প্রথম স্ত্রী চলে গেছে। সেই ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন