বিজ্ঞাপন

৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ, সেলিম খানের বিরুদ্ধে মামলার অনুমোদন

July 31, 2022 | 9:16 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম খানের বিরুদ্ধে অনুসন্ধান করতে গিয়ে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও ৬৬ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

রোববার (৩১ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশনের নির্ধারিত সভায় মামলার অনুমোদন দেওয়া হয় বলে কমিশনের সচিব মো মাহবুব হোসেন জানান।

তিনি জানান, মামলার অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুতই মামলার অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক আতাউর রহমান প্রধান মামলাটি দায়ের করবেন।

দুদক জানায়, সেলিম খানের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। এরপর সম্পদ বিবরণী দাখিল করলে তার দাখিল করা সম্পদ বিবরণী যাচাই শেষে ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া দুদকের অনুসন্ধানে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মেলে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন