বিজ্ঞাপন

শিলিগুড়ি থেকে ডিজেল আসবে দিনাজপুরে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

September 14, 2022 | 4:24 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশে জ্বালানি সংকট নিরসনে পাশে দাঁড়াবে ভারত। এ বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের আওতায় আমাদের দেশে ডিজেল আমদানি করা হবে। ভারতের শিলিগুড়ি থেকে দিনাজপুরে ডিজেল আসবে।’

এর মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে বলেন প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া ভারতের সঙ্গে এলএনজি আমদানির বিষয়েও কথা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন