বিজ্ঞাপন

সূর্যকুমারকে ফিরিয়ে স্বস্তি আনলেন সাকিব

November 2, 2022 | 3:16 pm

স্পোর্টস ডেস্ক

শুরুতে হাসান মাহমুদ তুলে নেন রোহিত শর্মাকে। তবে এরপরে লোকেশ রাহুল আর বিরাট কোহলি মিলে ঘুরে দাঁড়ান। ফিফটি হাঁকানো পর রাহুলকে তুলে নেন সাকিব। এরপর ভয়ংকর হয়ে ওঠা সূর্যকুমার যাদবকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফিরিয়েছেন সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

ব্যাট হাতে নেমেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। শরিফুল ইসলামের এক ওভার থেকেই নেন ২৪। এরপর রানের চাকার গতিও ধরে রাখেন তিনি। তবে তাকে বড় স্কোর গড়তে দেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

১৪তম ওভারের তৃতীয় বলটি পেছনে সরে গিয়ে কাট করতে চেয়েছিলেন সূর্য। তবে সাকিব আল হাসানের দুর্দান্ত বলটি ভেতরে ঢুকে বোল্ড হন সূর্য। ১৬ বলে ৪টি চারে ৩০ রান করে ফেরেন তিনি। সাকিব আল হাসান ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন লোকেশ রাহুল এবং সূর্যকুমারের উইকেট।

এই রিপোর্ট লেখা অবধি ভারতের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেটে ১৩০। কোহলি ৩১ বলে ৪০ আর হার্দিক পান্ডিয়া ৫ বলে ৫ রানে অপরাজিত আছেন।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন