বিজ্ঞাপন

চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু

December 2, 2022 | 10:14 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ঢাকার পর চট্টগ্রামেও স্টার সিনেপ্লেক্সের শাখা চালু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চকবাজার বালি আর্কেডে স্টার সিনেপ্লেক্সের শাখা উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামে সিনেমা অনেক ভূমিকা রেখেছে। দেশ গঠনেও ভূমিকা রেখেছে। ওরা এগারজন, আবার তোরা মানুষ হ— এই সিনেমাগুলো অমর সৃষ্টি হয়ে রয়েছে। সিনেমা মানুষকে আনন্দ যেমন দেয়, তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে।’

নানা চড়াই-উৎরায় পেরিয়ে বাংলা সিনেমার সুদিন ফিরছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা অনেক কঠিন সময় অতিক্রম করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের কারণে আমাদের সিনেমা এখন অনেকদূর এগিয়েছে। গত অক্টোবরে কোলকাতায় চলচ্চিত্র উৎসব হয়েছে। সেখানে হাওয়া মুভি দেখতে টিকেটের জন্য মানুষ এক কিলোমিটার লাইন ধরেছে। এমন দৃশ্য আমি কল্পনাও করিনি।’

‘আমি যখন স্কুলে পড়ি, তখন চট্টগ্রাম শহরে ৩০টির মতো সিনেমা হল ছিল। এগুলো বন্ধ হয়ে গেছে। আশার কথা হচ্ছে, গত এক বছরে করোনা মহামারির মধ্যেও আমাদের বন্ধ হয়ে যাওয়া ২০০ সিনেমা হল নতুনভাবে চালু হয়েছে। স্টার সিনেপ্লেক্সসহ আরও অনেকগুলো সিনেপ্লেক্স নতুনভাবে চালু হচ্ছে। সরকার সিনেমা শিল্পের উন্নয়ন, সিনেমা হল নির্মাণ, বন্ধ হয়ে যাওয়া পুরনো হল নতুনভাবে চালুর জন্য এক হাজার কোটি টাকার স্বল্পসুদে ঋণ তহবিল চালু করেছে। সিনেমার অনুদানের অর্থ বাড়ানো হয়েছে। আগে যেখানে ৪০ লাখ টাকা সর্বোচ্চ দেওয়া হতো, সেটি আমরা ৭৫ লাখ টাকায় উন্নীত করেছি।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বালি আর্কেডের পরিচালক সোলায়মান আলম শেঠ, প্রধান নির্বাহী আফতাব আলম শেঠ বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন