বিজ্ঞাপন

‘বইয়ের অভাবে এখন মাঝপথে পড়াশোনা থেমে যায় না’

January 1, 2023 | 7:57 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, ‘বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিতে পারার নজির পৃথিবীতে আর কোথাও নেই। এখন আর বইয়ের অভাবে কারও পড়াশোনা মাঝপথে থেমে যায় না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যতিক্রমধর্মী উদ্যোগ।’

বিজ্ঞাপন

রোববার (১ জানুয়ারি) বিকা‌লে জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ‌শিক্ষার্থী‌দের মা‌ঝে বিনামূ‌ল্যে নতুন বই বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে বস্ত্র ও পাটমন্ত্রী এ কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ছবি: সারাবাংলা

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ছবি: সারাবাংলা

এ বিষয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘এক সময় দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের জন্য নতুন বই ছিল সোনার হরিণ। অর্থাভাবে বই কিনতে না পেরে বহু শিক্ষার্থীর পড়াশোনা প্রাথমিক স্তরেই থেমে যেত। কিন্তু ২০১০ সাল থেকে ধনী-গরিব নির্বিশেষে সব শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বই বিতরণ করে সরকার। এখন আর বইয়ের অভাবে কারও পড়াশোনা মাঝপথে থেমে যায় না।’

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রয়োজন রয়েছে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, ‘বছরের প্রথম দিন বই দেওয়া, উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মসূচি চালু রেখেছে সরকার। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে খেলাধুলার প্রয়োজন রয়েছে। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে।’

বিজ্ঞাপন
গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ছবি: সারাবাংলা

শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ছবি: সারাবাংলা

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হকের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন— উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা র‌ফিক উদ্দিন আহ‌মেদ, মুড়াপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমসহ আরও অনেকে।

সারাবাংলা/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন