বিজ্ঞাপন

বনের গাছ কাটার মামলা: সকালে জেলে, বিকেলে জামিন

January 10, 2023 | 8:35 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কাটার অভিযোগে দায়ের করা মামলায় দু’জন গ্রেফতার হওয়ার পর জামিন পেয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকালে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বিকেলে তাদের আবেদনের প্রেক্ষিতে আবার জামিনের আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম উত্তর বন বিভাগের মীরসরাইয়ের বারৈয়ারঢালা রেঞ্জ এলাকার সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার অভিযোগে গত ডিসেম্বরে বন আদালতে একটি মামলা করেছিলেন ওই রেঞ্জের বড়তাকিয়া বিট কর্মকর্তা মোহাম্মদ মামুন।

ওই মামলায় সোমবার (৯ জানুয়ারি) রাতে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলেন- মীরসরাই উপজেলার মো. করিম ও কাজী নিজাম উদ্দিন।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের ‘সহকারী বন মামলা’ পরিচালক মোহাম্মদ সাফিউল করিম মজুমদার সারাবাংলাকে বলেন, ‘পরোয়ানামূলে মীরসরাইয়ে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতারের পর মঙ্গলবার সকালে তাদের চট্টগ্রামের বন আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকেলে দু’জনের পক্ষে আবার জামিনের আবেদন করা হয়। আমরা জামিনের বিরোধিতা করেছিলাম। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে জামিনের আদেশ দেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন