বিজ্ঞাপন

আট দেশ নিয়ে দুই বছর পর পর বিশ্বকাপ!

May 3, 2018 | 3:05 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ দেখতে ফুটবলপ্রেমীদের অপেক্ষায় থাকতে হয় দীর্ঘ চারটি বছর। এবার হয়তো দুই বছর পর পর দেখতে পাবেন বিশ্বকাপ ফুটবল। সেটার নাম দেওয়া হতে পারে ‘মিনি বিশ্বকাপ’ কিংবা ‘ফাইনাল আট’। ৮ দলকে নিয়ে আরেকটি বিশ্বকাপ আসর আয়োজনের প্রস্তাবনা দিয়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

চার বছর পর পর মূল বিশ্বকাপ ছাড়াও দুই বছর পর পর মিনি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন ফিফা সভাপতি।

তবে, নতুন এই আসরে কিভাবে বিশ্বসেরা আটটি দল নির্বাচন করা হবে সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। আয়োজক দেশ এবং বিশ্ব চ্যাম্পিয়ন দেশ বাদে আরও ছয়টি দেশ খেলবে এই মেগা টুর্নামেন্টে। আর এই মিনি বিশ্বকাপ অনুষ্ঠিত হলে বাতিল হতে পারে কনফেডারেশনস কাপ। দু’বছর পর পর অক্টোবর কিংবা নভেম্বরে অনুষ্ঠিত হবে এই মিনি ফুটবল বিশ্বকাপ। মূলত বিশ্ব ফুটবলকে ঢেলে সাজাতেই এমন উদ্যোগের কথা জানান ফিফা সভাপতি। সেটা ২০২১ সাল থেকে কার্যকর করা হবে বলে প্রস্তাবে জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, ইউরোপীয় দেশগুলোর ফুটবল ফেডারেশনের দাবি, মিনি বিশ্বকাপ থেকে প্রতি দুই বছরে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারবে তারা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন