বিজ্ঞাপন

বঙ্গবাজারের আগুনে ক্ষয়ক্ষতি সীমিত রাখা গেছে: মেয়র তাপস

April 4, 2023 | 5:51 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ড শুরু হওয়ার পর পরই আমাদের ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসনসহ সকল সংস্থার সবাই এক যোগে কাজ শুরু করেছে, সবাই সমন্বিতভাবে মাঠে নেমেছে। ফলে জীবনের কোনো ক্ষতি হয়নি, মালামালের ক্ষয়ক্ষতিও সীমিত করা গেছে। অনেক মালামাল দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বুড়িগঙ্গা হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘এই মার্কেটটি ২০১৯ সালে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারপরও এখানে ব্যবসা পরিচালনা করা হয়েছে। আজকের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমি আশা করব যেসব স্থাপনা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে সেগুলো যেন আর ব্যবহার করা না হয়। এ ব্যাপারে সবাই যেন সচেতন হই।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমরা দেখেছি, বারবার এ রকম দুর্ঘটনা ঘটে চলেছে। এর আগে, এ রকম নজির আমরা দেখিনি। এত ঘনঘন দুর্ঘটনা ঘটতে দেখেনি। এই অগ্নিকাণ্ডের শুরু হওয়ার পর পরই আমাদের সকল সংস্থা ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসনসহ সবাই এক যোগে কাজ শুরু করেছে, সবাই সমন্বিতভাবে মাঠে নেমেছে। যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করেছি, কোনো জীবনের ক্ষতি হয়নি, মালামালের ক্ষয়ক্ষতিও সীমিত করা গেছে। অনেক মালামাল দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তারপরও অনেক ক্ষতি হয়েছে‌। কিন্তু এর চেয়ে আরও ব্যাপক ক্ষতি হতে পারতো। আগুনও আরও ব্যাপক ছড়িয়ে যেতে পারতো। যদিও আগুন আমাদের পার্শ্ববর্তী পুলিশ হেডকোয়ার্টারে চলে গেছে। সেটাকে নিয়ন্ত্রণ করা গেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সীমিত ক্ষতি হওয়ার বিষয়টি মাথায় রেখে আগুন নিয়ন্ত্রণে ও নির্বাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

মেয়র তাপস বলেন, ‘এ দুর্ঘটনায় আমরা অত্যান্ত মর্মাহত হয়েছি। যাদের ক্ষতি হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই। প্রধানমন্ত্রী বলেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। যে সকল ব্যবসায়ী মূলধন হারিয়েছে, যারা সম্বল হারিয়েছে তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দেশের সর্ববৃহৎ কাপড়ের এই আড়তে আগুনে বহু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন