বিজ্ঞাপন

‘তাদের নীতিতে তারা চলবে, নির্বাচন যেভাবে হওয়ার সেভাবেই হবে’

June 21, 2023 | 5:35 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশে ভারতের সঙ্গে আমাদের সৎভাব রয়েছে। তাদের নীতিতে তারা চলবে। আমাদের দেশে ইলেকশন হবে আমাদের সংবিধান অনুসারে। আমাদের নির্বাচনি আইন আছে; নির্বাচন ঠিক যেভাবে হওয়ার সেভাবেই হবে।’

বিজ্ঞাপন

বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সম্প্রতি সুইজার‌ল্যান্ডে প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট এবং কাতার ইকনোমিক ফোরামে অংশগ্রহণ সম্পর্কিত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শুরুতে তিনি সফর নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী গত ১৪ থেকে ১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগ দেন। ১৩ জুন সুইজারল্যান্ডের জেনেভায় যান তিনি।১৭ জুন তিনি সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফেরেন। এর আগে, গত ২৩ থেকে ২৫ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বলেছিলেন সুইরজারল্যান্ড অফ দ্যা ইস্ট বাংলাদেশ হবে। অর্থ হচ্ছে ইউরোপের যেকোনো দেশে যান, সুইজার‌ল্যান্ড এমন জায়গায় অবস্থান তার প্রত্যেকটা বর্ডার এলাকা কিন্তু সবগুলি দেশের সঙ্গে সংযুক্ত এবং কেউ এপার থেকে ওপারে যেতে গেলে সুইজার‌ল্যান্ডের ভিতর থেকেই যেতে হবে। দ্বিতীয়ত, সুইজারল্যান্ড নিরপেক্ষ একটি দেশ। সুইজারল্যান্ড শান্তিপূর্ণ একটি দেশ। সেভাবেই বাংলাদেশকে তিনি গড়তে চেয়েছিলেন। সেইজন্যই তিনি পররাষ্ট্রনীতি দিয়েছিলেন, সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয় এবং আমরা সেটা মেনেই কিন্তু চলছি।’

বিজ্ঞাপন

‘আর উন্নয়নের দিক থেকে বাংলাদেশ যাতে একটা প্রাচ্য-পাশ্চাত্যের সেতুবন্ধন রচনা করতে পারে সেইভাবে কিন্তু দেশের উন্নয়ন আমরা করে যাচ্ছি, করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সৎভাব রয়েছে। কিন্তু ভারত একটা সম্পূর্ণ দেশ, যার নিজের সভেরেইন আছে কাজেই তারা কি করবে না করবে এটা হচ্ছে সম্পূর্ণ তাদের ওপর। আমাদের সঙ্গে সুসম্পর্ক আছে; এইটুকু শুধু বলতে পারি’, বলেন প্রধানমন্ত্রী।

এসময় প্রশ্নকর্তার উদ্দেশে তিনি বলেন, ‘আমি আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। কারণ এটা তো সভেরেইন কান্ট্রি। ভারত একটা দেশ, তাদের নীতিতে তারা চলবে। কাজেই আপনার এতো আশা-নিরাশা হওয়ার কিছু নেই।’

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘টুইস্ট’ করা হয়েছে জানিয়ে অপর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “এখানে বোধহয় হয় একটা বিষয় একটু ভুলভাবে আপনারা পত্রিকায় ব্যাখ্যা দিয়েছেন। যখন পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন যে, ‘ভারত যথেষ্ট পরিপক্ক, যথেষ্ট দক্ষ। তাদের কি বলতে তারা ভাল করে জানে। কাজেই ভারতের কাছে আমাদের ওকালতি করবার প্রয়োজন নাই।’ কথা এটা বলেছেন, কিন্তু আপনারা লিখেছেন ভারত ওখানে গিয়ে আমাদের জন্য ওকালতি করবে না। এটা কিন্তু বাস্তব কথা। ওনি যেভাবে বলছেন আর যেভাবে লেখার সময় হেডলাইন যেটা লেখা হয়েছে তার মধ্যে কিন্তু একটা বিরাট ফাঁক আছে। কথা যদি এইভাবে ট্যুইস্ট করা হয় তাহলে তো কিছু বলার নাই আমাদের।”

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন