বিজ্ঞাপন

ডাইরেক্ট গুলি করে দেব— এমপি মোস্তাফিজের হুমকি

June 24, 2023 | 6:25 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ‍ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরে পাঠানোর’ হুমকিদাতাদের এবার গুলি করার হুমকি দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলের পর বাঁশখালীর এমপির এবার গুলি করার হুমকি নিয়ে জোরালো আলোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় বাঁশখালী পৌরসভায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এমপির দেওয়া এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনা তুলে ধরে বলেন, ‘এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, শেখ হাসিনার কর্মী। কিছুদিন আগে বিএনপির এক সমাবেশে প্রকাশ্যে এক নেতা বলেছিল, শেখ হাসিনাকে নাকি কবরে পাঠাবে। তার প্রতিবাদে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের এই অফিস থেকে একটা মিছিল বের করেছিলাম। মিছিলের একটিমাত্র কারণ ছিল, যারা বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার হুমকি দিয়েছে, তাকে এবং তার দোসরদের প্রতিহত করা।’

সেই মিছিলে অস্ত্র হাতে এমপির ছবি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। সেজন্য পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়াকে স্বাধীনতা দিয়েছে। তার মানে এই নয় যে, আপনারা যা ইচ্ছা তা বলবেন আর আমরা শুনবো। একটা কুখ্যাত পত্রিকা আছে, প্রথম আলো, সেই পত্রিকার এক সাংবাদিক আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল, আপনি কেন অস্ত্র হাতে নিয়ে মিছিল করলেন?’

বিজ্ঞাপন

‘আজ এই মিটিং থেকে আমি প্রকাশ্যে বলছি, আমার পিস্তল অবৈধ নয়, লাইসেন্স করা পিস্তল। আমরা বিশ্বাস করি, বিশ্ব মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ এগিয়ে যাবে, না হলে দেশ আবার আগের মতো পিছিয়ে যাবে। সুতরাং আমি এমপি থাকি আর না থাকি, জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী থাকতে হবে। সুতরাং যারা প্রধানমন্ত্রীকে মারার হুমকি দিয়েছে, তাদের মারার জন্য আমি পিস্তল হাতে নিয়েছি। আবার বলছি, এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল। নেত্রীর ওপর যদি কোনো আঘাত আসে, কাউকে রেহাই দেব না।’

মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘পিস্তল নিয়ে মিছিল করার পর আমি যখন সংসদে গেলাম, অনেকে আমাকে এসে বলেছেন, আপনি তো হিরো হয়ে গেছেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাহেব সংসদে আমার পাশে এসে বসে বললেন, অনে চিটাইঙ্গা ভাষায় বক্তৃতা দিয়েরে হন, যে…..পোয়াইন নেত্রীরে ‍হুমকি দিয়ছ, পাইলে ডাইরেক্ট গুলি গরি দিয়্যুম। (আপনি চট্টগ্রামের ভাষায় বক্তব্য দেন যে, যারা নেত্রীকে হুমকি দিয়েছে, তাদের পেলে সরাসরি গুলি করে দেব)।’

এরপর বক্তব্যে মোস্তাফিজুর নিজেই বলেন, ‘আমি এখনও বলছি- যারা নেত্রীকে হুমকি দিয়েছে, কবরে পাঠাবে বলেছে, তাদের বিচার নয়, ডাইরেক্ট গুলি করে দেব।’

বিজ্ঞাপন

এর আগে, গত ২২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাঁশখালী পৌর সদরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে বের হওয়া মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়। সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর ফেসবুক পেইজে সেই ভিডিও আপলোড করা হয়েছিল। মিছিলে ব্যানারের আগে অস্ত্র হাতে নিয়ে হাঁটছিলেন সাংসদ।

মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সংসদ সদস্যদের বিরুদ্ধে মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, বাঁশখালীতে নিজ দলের বিরোধী নেতাকর্মীদের দমনপীড়নসহ নানা কারণে তিনি বারবার গণমাধ্যমের শিরোনাম হয়ে আসছেন।

সারাবাংলা/আরডি/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন