বিজ্ঞাপন

গয়েশ্বরকে পিটুনির পর ডিবি অফিসে যত্ন করে খাওয়ালো পুলিশ

July 29, 2023 | 5:55 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর নয়া বাজার এলাকায় অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিপেটায় আহত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এরপর আহতাবস্থায় তাকে আটক করে বংশাল থানা পুলিশ। আটকের পর গয়েশ্বর চন্দ্র রায়কে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। দেওয়া হয় প্রাথমিক চিকিৎসাও।

বিজ্ঞাপন

ফটো সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে গয়েশ্বরকে পেটানোর দৃশ্যও। তবে ডিবি প্রধান হারুন অর রশীদ দাবি করেছেন বিএনপি কর্মীদের ছোড়া ইটপাটকেলে জখম হন গয়েশ্বর।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন অর রশীদ বলেন, ‘বিএনপি নেতা গয়েশ্বর রায়কে আমরা ডিবিতে নিয়েছিলাম। তার মাথায় আঘাত ছিল। বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাত লেগে মাথা রক্তাক্ত হয়।’

বিজ্ঞাপন

ডিবি প্রধান হারুন বলেন, ‘আমরা গয়েশ্বর চন্দ্র রায়কে নিয়ে দুপুরের খাবার খেয়েছি। এরপর তাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে তার বাসায় নিরাপদে নামিয়ে দিয়ে এসেছি।’

গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, ‘সংঘর্ষের সময় আমার মাথা ফেঁটে রক্তাক্ত হয়ে পড়েছিলাম। মাটিতে পড়ে যাওয়ার পর আমার কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে পুলিশ। সেখান থেকে আমাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অফিসে দিয়ে গেল।’

বিজ্ঞাপন

শনিবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে গয়েশ্বর চন্দ্র রায়ের একই টেবিলে বসে খাওয়ার এবং সাজানো খাবারের ছবি ও ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র মন্তব্য আসতে থাকে।

একজন লেখেন, গয়েশ্বরকে পেটানোর পর ডিবিতে খাওয়া-দাওয়া দিয়ে ছেড়ে দিলো ডিবি।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে পূর্বঘোষিত ‘ঢাকার প্রবেশ মুখে অবস্থান’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৯ জুলাই) দুপুরে নয়াবাজার এলাকায় অবস্থান করতে গেলে বিএনপি-পুলিশের সংঘর্ষের মধ্যে পড়েন গয়েশ্বর চন্দ্র রায়। উভয় দিক থেকে ইট-পাটকেল ছোড়াছুড়ির এক পর্যায়ে ইটের টুকরা এসে গয়েশ্বর চন্দ্র রায়ের কানের উপরে লাগে। এরপর উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে পুলিশের বেধড়ক পিটুনির শিকার হন বিএনপির এই বর্ষীয়ান নেতা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন