বিজ্ঞাপন

ঢামেকের ওয়ার্ড থেকে নবজাতক চুরি

August 31, 2023 | 5:44 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ওয়ার্ড থেকে এক নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুড়ের দিকে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ওই নবজাতকের দাদী মশুরা বেগম জানান, তারা রূপনগর টিনসেড থেকে এসেছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ওই নবজাতকের জন্ম হয়। পরে সেদিন রাতে ১০৬ নম্বর ওয়ার্ডে আসেন।

তিনি জানান, আজ দুপুরে নবজাতকের মা শাহিনা আক্তার (২২) বেডে ঘুমিয়ে ছিলেন। সে পাশের বেডে গল্প করছিলেন। কিছুক্ষণ পর বেডে এসে দেখেণ তাদের বাচ্চটি নেই। তখন আশ-পাশে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও নবজাতকটিকে পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, হাসপাতালের ১০৬ নম্বর থেকে একটি নবজাতক মিসিংয়ের অভিযোগ পেয়েছেন তিনি। নবজাতকের পরিবারকে নিয়ে হাসপাতালে সিসি ক্যামেরা দেখা হচ্ছে। এ ছাড়া হাসপাতালের গেটে গেটে সবাইকে সতর্ক করা হয়েছে কোনো নবজাতক যেন বের হতে না পারে সে বিষয়ে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন