বিজ্ঞাপন

আজও গাবতলী থেকে দূরপাল্লার বাস ছাড়ছে না, যাত্রীদের ভোগান্তি

November 1, 2023 | 10:35 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও গাবতলী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস চলাচল করছে‌ না। এ কারণে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তি বেড়েছে। তবে মানিকগঞ্জের পাটুরিয়াগামী সেলফি পরিবহনের কিছু বাস চলাচল করতে দেখা যায়। যদিও সংখ্যা অনেক কম। এ ছাড়া বসুমতিসহ ঢাকার ভেতরে চলাচলকারী বিভিন্ন কোম্পানির কিছু বাস চলতে দেখা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১ নভেম্বর) রাজধানীর গাবতলী, মিরপুরের মাজার রোড, টেকনিক্যাল মোড় ও কল্যাণপুর ঘুরে এমন চিত্র দেখা যায়।

এদিন রাজধানী থেকে আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, ধামরাই এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট অভিমুখী বাস চলাচল ছিল প্রায় স্বাভাবিক‌। তবে সড়কে বাস এবং যাত্রীর সংখ্যাও খুবই কম। তবে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের স্বাভাবিক দায়িত্ব পালন করতে দেখা যায়।

আমিন বাজার সেতুর পূর্ব পাশে বাসের জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে দাঁড়িয়ে থাকা জাহিদ হোসেন নামের এক যাত্রীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। বগুড়া যাব। এখন কাউন্টারে এসে দেখি কোনো গাড়ি যাচ্ছে না।’

বিজ্ঞাপন

টাঙ্গাইলের গোপালপুরগামী যাত্রী রাসেল মিয়া নামের আরেক যাত্রী সারাবাংলাকে বলেন, ‘জরুরি প্রয়োজনে বাড়ি যেতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে গাবতলীতে এসেছি। কিন্তু এখান থেকে কোনো বাস যাচ্ছে না। এখন পথ ভেঙে ভেঙে বাড়ি যাওয়ার চেষ্টা করব।’

গাবতলী বাস টার্মিনালের শ্যামলী পরিবহনের কর্মী রনি শীল সারাবাংলাকে বলেন, ‘কাউন্টারে পর্যাপ্ত যাত্রী না থাকলে আমরা গাড়ি চালাব কীভাবে। উত্তরবঙ্গের ১৬টি জেলার বিভিন্ন রুটে আমাদের কোম্পানির বাস চলে। ধরুন গাবতলী থেকে দিনাজপুরে একটি বাস চলাচল করতে তেল-মবিল, ড্রাইভার-হেলপারদের বেতন, বিভিন্ন চাঁদাসহ আমাদের ২২ হাজার থেকে ২৩ হাজার টাকা খরচ হয়। এখন এই পরিস্থিতিতে তিন থেকে চার জন যাত্রী নিয়ে আমাদের পক্ষে বাস চালানো সম্ভব না।’

বিজ্ঞাপন

গাবতলী এলাকায় দায়িত্ব পালনকারী (দারুস সালাম ট্রাফিক পুলিশ বক্স) ট্রাফিক পুলিশের এক পরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘আজ সকাল থেকেই এখানে দায়িত্ব পালন করছি। গতকালের মতো আজও রাস্তায় যাত্রীবাহী বাস চলাচল অনেক কম। কি জন্য মালিকেরা বাস চালাচ্ছেন না, সেটা তারাই ভালো বলতে পারবেন। তবে রাস্তায় সরকারি যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে।’

এ দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের গাবতলী ও মাজার রোড এলাকায় মিছিল করতে দেখা গেছে। মিছিল থেকে অবরোধের বিরুদ্ধে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে নানা স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন