বিজ্ঞাপন

যে কোনো নির্যাতন মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন: ইউএনএইচআরসি

November 6, 2023 | 6:31 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: যে কোনো ধরনের নির্যাতন মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) প্রধান ভলকার তুর্ক।

বিজ্ঞাপন

সোমবার (৬ নভ্ম্বের) ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত গ্লোবাল অ্যালায়েন্স অব ন্যাশনাল হিউম্যান রাইটস ইন্সটিটিউশনস এর ১৪তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এ মন্তব্য করেছেন। জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর উপ-পরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় টর্চার অ্যান্ড আদার ইল-ট্রিটমেন্ট: দ্য রোল অব দ্য নেশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশন।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রধান ভলকার তুর্ক বলেন, ‘যে কোনো ধরনের নির্যাতন মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। সব মানবাধিকার কমিশনকে একসঙ্গে টর্চারের বিরুদ্ধে কাজ করতে হবে।’

সভায় আচিম স্টেইনার ইউএনডিপি অ্যাডমিনিস্ট্রেটর বলেন, ‘আগামীবছর নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা মর্যাদা হানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন, ১৯৮৪ –(CAT) এর ৪০ বছর পূ্র্তিতে আমাদের টর্চার নির্মূলে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এবং পরিচালক কাজী আরফান আশিক যোগ দিয়েছেন। কমিশন চেয়ারম্যান সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গে দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ড. কামাল উদ্দিন আহমেদ।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ড্যানিশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস এর নির্বাহী পরিচালক লুইস হল্ক। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল এলায়েন্স অব ন্যাশনাল হিউম্যান রাইটস ইন্সটিটিউশনস এর চেয়ারপারসন মিজ মারিয়াম আল আতিয়া, বিরগিতে নিগার্ট, মানবিক বিপর্যয় ও নাগরিক সমাজের সম্পৃক্ততা বিষয়ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডেনমার্কসহ মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং বিভিন্ন দেশের মানবাধিকার কমিশনসমূহের চেয়ারম্যান ও কর্মকর্তারা। সভায় প্যালেস্টাইন মানবাধিকার কমিশনের মহাপরিচালক আম্মার আল দোয়াইক প্যালেস্টাইনের বর্তমান ভয়াবহ পরিস্থিতি সকলের সামনে তুলে ধরেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন