বিজ্ঞাপন

ছাত্রদল নেতা আমান ৭ দিনের রিমান্ডে

November 7, 2023 | 5:58 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের সময় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেফতার ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমানের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম আমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এ সময় আমানের পক্ষে তার আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, আমানুল্লাহ আমানকে গত ৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর থেকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি ডিএমপির সিটিটিসি বিভাগে চাকরিরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন