বিজ্ঞাপন

১১ বিশেষ অগ্রাধিকারসহ যত অঙ্গীকার আ.লীগের [পূর্ণাঙ্গ ইশতেহার]

December 27, 2023 | 2:47 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। পরপর তিন মেয়াদে ক্ষমতায় থাকা দলটি টানা চতুর্থ মেয়াদে নির্বাচনে জিততে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অর্থনীতি, সুশাসনসহ বিভিন্ন খাতে একগুচ্ছ প্রতিশ্রুতি তুলে ধরেছে ইশতেহারে। এই ইশতেহারে ১১টি বিষয়ে দেওয়া হয়েছে বিশেষ অগ্রাধিকার।

বিজ্ঞাপন

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের পক্ষে ইশতেহার ঘোষণা করেন। এবারের ইশতেহারের স্লোগান রাখা হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’।

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ২০৪-এ যে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হযেছে সেগুলো হলো—

  • দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া;
  • কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা;
  • আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা;
  • লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষিব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি;
  • দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো;
  • ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা;
  • নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা;
  • সর্বজনীন পেনশনব্যবস্থায় সবাইকে যুক্ত করা;
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা;
  • সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা; এবং
  • সব স্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ নির্বাচনি ইশতেহার দেখুন এখানে—

বিজ্ঞাপন

ইশতেহার ঘোষণার সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আগামী দ্বাদশ জাতয়ি সংষদ নির্বাচন আমাদের মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন, অনুন্নয়ন ও পশ্চাপদতার বিপরীতে ধারাবাহিক উন্নয়ন ও সমৃদ্ধির নির্বাচন। আমাদের নিরলস পরিশ্রম ও উন্নয়ন অর্জনগুলো সঠিক মূল্যায়ন করে দেশ ও জাতির অব্যাহত কল্যাণ, শান্তি-সংহতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে ২০২৮ সাল পর্যন্ত আগামী পাঁচ বছরের জন্য আওয়ামী লীগের পক্ষে আপনাদের মহান রায় প্রার্থনা করছি।

শেখ হাসিনা আরও বলেন, লাখো শহিদের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর স্বপ্নলালিত সোনার বাংলা বিনির্মাণের অভিযাত্রায় আবারও নৌকার পক্ষে সমর্থন চাই, আপনাদের মূল্যবান ভোট চাই। সরকার পরিচালনার বিশাল কর্মযজ্ঞে আমাদের কিছু ত্রুটি-বিচ্যুতি হওয়া স্বাভাবিক। আপনাদের রায় নিয়ে তা সংশোধন করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাই। আমাদের প্রার্থনা, আওয়ামী লীগের প্রার্থীদের জয়যুক্ত করে আমাদের আবার জনগণের সেবা করার সুযোগ দিন। নৌকা মার্কায় ভোট দিন।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

অবৈধ অর্থ-সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রতিশ্রুতি আ.লীগের

জ্ঞানভিত্তিক-উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি আ.লীগের

স্মার্ট বাংলাদেশের ইশতেহার ঘোষণায় যা বললেন শেখ হাসিনা

বিজ্ঞাপন

এবারও বাস্তবায়নযোগ্য নির্বাচনি ইশতেহার দিলাম: শেখ হাসিনা

ভুলত্রুটির দায় আমাদের, সাফল্যের কৃতিত্ব আপনাদের: শেখ হাসিনা

আ.লীগের ইশতেহারে স্মার্ট বাংলাদেশ, কর্মসংস্থান বাড়ানোর অঙ্গীকার

সারাবাংলা/এনআর/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন