বিজ্ঞাপন

আইসিসির মাস সেরা খেলোয়াড়ের মনোনয়নে তাইজুল

January 8, 2024 | 7:13 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

আইসিসির মাস সেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়নে জায়গা পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। গত ডিসেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন তাইজুল। তারই পুরস্কার পেলেন বাঁহাতি স্পিনার।

বিজ্ঞাপন

তাইজুলের সঙ্গে ডিসেম্বরের সেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন আরও দুজন- অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। ডিসেম্বরের মাস সেরা তিন নারী ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গে, ভারতের জেমিমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মা।

ডিসেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা ১৫০ রানে জিতেছিল বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তাইজুল।

ঢাকায় দ্বিতীয় টেস্টেও ভালো বোলিং করেছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। সিরিজ সেরাও নির্বাচিত হয়েছিলেন তাইজুল। তারই পুরস্কার পেলেন আইসিসির মাসসেরা মনোনয়নেও।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের ফিলিপস মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে পারফর্ম করেই। প্রথম টেস্টে ৪২ ও ১২ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়েছিলেন ফিলিপস। মিরপুর টেস্টে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ৭২ বলে ৮৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪৮ বলে করেন ৪০ রান। বল হাতে তিনটি উইকেটও নেন ফিলিপস। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণের মিরপুরে ৪ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। ফিলিপস সেই পারফরম্যান্সের কারণেই মাস সেরার মনোনয়নে জায়গা পেয়েছেন।

প্যাট কামিন্সের ২০২৩ সালটাই কেটেছে স্বপ্নের মতো। তার নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ দুটোই জিতেছে অস্ট্রেলিয়া। পাশাপাশি অ্যাশেজও ধরে রাখে অস্ট্রেলিয়া। ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট খেলে দুটিতেই জিতেছেন অজিরা। কামিন্স তাতে বড় অবদান রাখেন।

পার্থে ৩ উইকেট নেওয়া কামিন্স মেলবোর্নে দুই ইনিংস মিলিয়ে নেন ১০ উইকেট। ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্স কামিন্সকে আইসিসি মাসসেরা মনোনয়নেও জায়গা করে দিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন