বিজ্ঞাপন

৪১তম বিসিএসের (নন-ক্যাডার) ১৭০ পদে নিয়োগ দিতে হাইকোর্টের রুল

January 14, 2024 | 9:01 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ৪১তম বিসিএস (নন-ক্যাডার) পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের নবম গ্রেডের সহকারী প্রকৌশলীর (পুর) ১৭০টি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে রোববার (১৪ জানুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার ও ব্যারিস্টার সোলায়মান তুষার।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তিনি বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের নবম গ্রেডের সহকারী প্রকৌশলীর (পুর) ১৭০টি পদে নিয়োগ দিতে রুল জারি করেছেন আদালত। জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আশা করছি বিবাদীরা অতি দ্রুতই হাইকোর্টের রুলের জবাব দেবেন।’

বিজ্ঞাপন

আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, ‘৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নবম গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের নন-ক্যাডার পদের ১৭০টি সহকারী প্রকৌশলী (পুর) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে গত বছরের ১৭ ডিসেম্বর মো. নয়ন হাসানসহ সাতজন সিভিল ইঞ্জিনিয়ার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই রিটটি দায়ের করেন। রিট আবেদনকারীরা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করেছেন। তারা ৪১তম বিসিএস পরীক্ষায় এমসিকিউ, লিখিত ও ভাইভায় উত্তীর্ণ হন।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে নবম গ্রেডের ১৫৬টি সহকারী প্রকৌশলীর (পুর) পদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে সাতটি পদ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে সাতটি পদে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অধিযাচন (রিকুইজিশন) পাঠানো হয়। কিন্তু ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সহকারী প্রকৌশলী (পুর) ১৭০টি নন-ক্যাডার পদে আবেদন আহ্বান না করেই গত ৭ ডিসেম্বর নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অথচ নন-ক্যাডার পদে আবেদন আহ্বান করার আগেই বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অধিযাচন (রিকুইজিশন) পাঠানো হয়েছিল। নিয়ম অনুযায়ী শূন্য পদ ও অধিযাচন থাকা সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা। কিন্তু ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৯ম গ্রেডের সহকারী প্রকৌশলী (পুর) নন-ক্যাডার পদের ক্ষেত্রে করা তা হয়নি।’ এ কারণে ৪১তম বিসিএস উত্তীর্ণ সাত প্রার্থী ওই রিটটি দায়ের করেন বলে জানান আইনজীবী পল্লব।

রিটে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পিএসসির চেয়ারম্যান ও সচিব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে বিবাদী করা হয়েছে।‌

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন